মুলানপুর: প্রথম ম্যাচেই মহারাষ্ট্রের কাছে পরাজয়। বিরাট ধাক্কা খেয়েছিল বাংলা (Bengal Cricket Team)। রুতুরাজ গায়কোয়াড়-কেদার যাদবদের ব্যাটিং দাপটের সামনে কার্যত একপেশেভাবে ম্যাচ হেরেছিল বাংলা।


তবে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি (SMAT 2023) টুর্নামেন্টে ঘুরে দাঁড়াল বাংলা। পরপর ২ ম্যাচ জিতে কিছুটা ভাল জায়গায় লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল। বৃহস্পতিবার পুদুচেরিকে ৬২ রানে হারাল বাংলা। আর সেই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিলেন সুদীপ কুমার ঘরামি। এই মরশুমে যাঁকে অধিনায়ক করে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে নেমেছে বাংলা।


ব্যাট হাতে জ্বলে উঠলেন সুদীপ। তিন নম্বরে নেমে ৩৭ বলে ৬৮ রান করলেন নৈহাটির ক্রিকেটার। ৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। তার আগে ইনিংস ওপেন করতে নেমে বিধ্বংসী ইনিংস খেললেন অভিষেক পোড়েলও। যিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আইপিএলে খেলেছেন। বৃহস্পতিবার পুদুচেরির বোলারদের কাছে আতঙ্ক হয়ে উঠলেন। ৫২ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। ১০টি চার ও একটি বিশাল ছক্কা মেরেছেন চন্দননগরের উইকেটকিপার-ব্যাটার।


ইনিংস ওপেন করতে নেমে রান পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণও। ১৫ বলে ২টি চার ও জোড়া ছক্কা মেরে ২৭ রান করেন বাংলা দলের প্রাক্তন অধিনায়ক। ওপেনিং জুটিতে মাত্র ৪.৫ ওভারে ৫৫ রান যোগ করে বাংলা। রণজ্যোৎ সিংহ খইরা রান পাননি। ৭ বলে ৯ রান করেন তিনি। শেষ দিকে নেমে ঝোড়ো ব্যাটিং করেন শাহবাজ আমেদ। ১০ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৪টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। স্ট্রাইক রেট? ৩৮০। ২০ ওভারের শেষে বাংলার স্কোর দাঁড়ায় ২২৫/৩। বাংলার ব্যাটাররা সবচেয়ে বেশি নির্মম ছিলেন এ অরবিন্দরাজের ওপর। তাঁর ৪ ওভারে ওঠে ৫৮ রান। 


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ককে হারায় পুদুচেরি। মাত্র ৫ রান করে আকাশ দীপের বলে ফেরেন দামোদরন রোহিত। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন আকাশ কারগাভে ও অরুণ কার্তিক। দ্বিতীয় উইকেটে দুজনে দ্রুত ৬৭ রান যোগ করেন। সেই পার্টনারশিপ ভাঙেন প্রদীপ্ত প্রামাণিক। বাঁহাতি স্পিনার ফেরান আকাশকে (২৫ বলে ২৭ রান)। এরপর রবি কুমার পরপর তুলে নেন অরুণ কার্তিক (২৮ বলে ৪১ রান) ও পারস ডোগরাকে। পরমেশ্বরণ শিভারমন (২৫) ও ফাবিদ আমেদ (২৪) পাল্টা লড়াই করলেও, বাংলা বোলারদের বিপাকে ফেলতে পারেননি। ১৯.৫ ওভারে মাত্র ১৬৩ রানে অল আউট হয়ে যায় পুদুচেরি। ৩টি করে উইকেট আকাশ দীপ ও ঈশান পোড়েলের।


আরও পড়ুন: চ্যাম্পিয়ন হতে গেলে এখনও লম্বা পথ যেতে হবে রোহিতদের, সালকিয়ায় পুজোর উদ্বোধনে গিয়ে বললেন সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial