গুয়াহাটি: সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে ছত্তীসগঢ়কে ৭ উইকেটে হারিয়ে দিল বাংলা। দলের জয়ে বড় অবদান থাকল অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়ের। তিনি ওপেন করতে নেমে ৫১ রানে অপরাজিত থাকেন। ২৪ রান করেন ঋদ্ধিমান সাহা। বল হাতে ভাল পারফরম্যান্স দেখান মুকেশ কুমার। তিনি ২৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। একটি করে উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়, আকাশ দীপ, শাহবাজ আহমেদ ও কর্ণ লাল।


আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। দলের এই সিদ্ধান্তের মর্যাদা দেন বোলাররা। তাঁরা ছত্তীসগঢ়কে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রানে আটকে রাখেন। ছত্তীসগঢ়ের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার অখিল হেরওয়াদকর। তাঁর ৬০ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও জোড়া ছক্কা। ২৫ রান করেন অজয় মণ্ডল। এছাড়া ছত্তীসগঢ়ের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। শশাঙ্ক চন্দ্রকর ৬, ঋষভ তিওয়ারি ১, অধিনায়ক আমনদীপ খারে ৪, শশাঙ্ক সিংহ ৩ ও বিশাল কুশওয়াহ ১ রান করেন। কোনও রান না করে অপরাজিত থাকেন বীরপ্রতাপ সিংহ।


রান তাড়া করতে নেমে বাংলার কোনও সমস্যাই হয়নি। ৩ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন সুদীপরা। বাংলার অধিনায়কের সঙ্গে ওপেন করতে নামেন অভিষেক দাস। ওপেনিং জুটিতে যোগ হয় ২২ রান। অভিষেক ১৩ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে আউট হয়ে যান। সুদীপের ৪৬ বলের ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি। তিন নম্বরে নামা কর্ণ ১০ বলে ১১ রান করেন। তিনি জোড়া বাউন্ডারি মারেন। ঋদ্ধিমানের ২২ বলের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। কাইফ আহমেদ ১১ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। তিনি একটি বাউন্ডারি মারেন।


বাংলার পরের ম্যাচ কাল দুপুরে ভডোডরার বিরুদ্ধে। শনিবার তৃতীয় ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হবে বাংলা।