কলকাতা: ভারতীয় দলের সঙ্গে তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন। তবে চোট পেয়ে ফিরতে হয় দেশে। বাংলার জার্সিতে প্রথম ম্যাচেই বল হাতে জ্বলে উঠলেন ঈশান পোড়েল। ২৬ রানে নিলেন ৪ উইকেট। তাঁর দাপটে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে বাংলার বিরুদ্ধে মাত্র ১১৩ রানে অল আউট হয়ে গেল ওড়িশা। জবাবে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল বাংলা। জয় দিয়েই অভিযান শুরু হল অনুষ্টুপ মজুমদারদের।

রবিবার টস জিতে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ। ইনিংসের গোড়া থেকেই বিপক্ষকে চাপে রাখতে শুরু করেন ঈশান ও মুকেশ। রাজেশ ধুপার (৩৭) ও অঙ্কিত যাদবকে (৩২) ফিরিয়ে মিডল অর্ডারে ভাঙন ধরান আকাশ। ফলে মাত্র ১১৩ রানে শেষ হয়ে যায় ওড়িশার ইনিংস। ঈশান ২৬ রানের বিনিময়ে ৪ এবং আকাশ ও মুকেশ ২টি করে উইকেট নিয়েছেন। গত মরসুমে সব ফরম্যাটে দাপুটে বোলিং করেছিল এই ত্রয়ী। তাঁদের বোলিংয়ে সেই একই ঝাঁঝ দেখা গেল রবিবারও।
জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১১৪ রান তুলে, ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলা। ৫৪ রানে অপরাজিত থাকেন ওপেনার বিবেক সিংহ। রবিবারই অভিষেক হল শুভঙ্কর বলের। প্রথম ম্যাচেই নজর কাড়েন তরুণ ডানহাতি ব্যাটসম্যান। ৩৪ রানে অপরাজিত থাকার পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কাড়েন তিনি। শ্রীবৎস গোস্বামী করেন ২৫ রান।

ম্যাচের পর অনুষ্টুপ বলেন, 'এই পিচে ওড়িশাকে ১১৩ রানে আটকে রাখার সমস্ত কৃতিত্ব বোলারদের। ব্যাটসম্যানেরাও নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। এবারের টুর্নামেন্টের ফর্ম্যাটটা এমনই যে, স্বস্তির কোনও সুযোগ নেই। রান রেট টুর্নামেন্টের পরের দিকে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ছেলেদের তাই নির্দেশ দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব রান তুলতে। ওরা সেভাবেই খেলেছে। হতাশ করেনি।'

১২ জানুয়ারি ঝাড়খণ্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলা।