সুনীত হালদার, দাসনগর : বেআইনিভাবে ভারতে প্রবেশের কারণে পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি। গতকাল তাকে দাসনগর থানার পুলিশ গ্রেফতার করে। নাম ইসরাফিল মাতব্বর। বয়স ৩২ বছর। আজ ধৃত যুবককে হাওড়া আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়েছিল। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।


পুলিশ সূত্রে খবর, মাস পাঁচেক আগে বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা ইসরাফিল সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকে। এরপর হাওড়ার দাসনগর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ছাতা সারাইয়ের কাজ করছিল সে। গতকাল দাসনগর থানার পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার কাছে কোনও কাগজপত্র না থাকায় তাকে ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়।


বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ এই প্রথম নয়। প্রায়ই অবৈধভাবে প্রবেশকারীকে গ্রেফতার করা হয়। দিনকয়েক আগেই জাল স্কুল সার্টিফিকেট তৈরি করে জালিয়াতির অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়। রায়গাছির আবাসন থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, জাল সার্টিফিকেটের ভিত্তিতে আধার ও ভোটার কার্ড তৈরি করা হত। ৯০ হাজার টাকা খরচ করে জাল সার্টিফিকেট তৈরি করে ওই যুবক। পাসপোর্ট তৈরি করতে গিয়ে জালিয়াতি নজরে আসে। রাজারহাট থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।


এছাড়া গতমাসেও ভুয়ো পরিচয়পত্র রাখার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। এক রাতে শ্রীভূমি এলাকায় দু'জনের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। হাতেনাতে ধরে ফেলার পর আরিফুল ইসলাম ও মনিগাজির কাছ থেকে উদ্ধার হয় ভুয়ো পরিচয়পত্র। 


বেআইনিভাবে নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ার ঘটনা এর আগেও দেখা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইসব অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতারও করা হয়েছে। যদিও মাঝেমধ্যেই অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা এখনও লেগে রয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে সদা সতর্ক বাহিনী। এর পাশাপাশি বিভিন্ন সময়ে তল্লাশি চালিয়ে অনুপ্রবেশকারীদের গ্রেফতারের বিষয়ে তৎপর পুলিশও ।