মুম্বই: টি ২০ মুম্বই লিগের জন্য খেলোয়াড়দের নিলামে তীব্র দরকষাকষির পর পাঁচ লক্ষ টাকায় সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরকে দলে নিল আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্ব। এই টি ২০ লিগের দ্বিতীয় মুরশুমে খেলোয়াড়দের নিলামে যে খোলোয়াড়দের ওপর সবার নজর ছিল, তাঁদের মধ্যে অন্যতম অর্জুন। বাঁহাতি পেসার ও ব্যাটসম্যান অর্জুন ইতিমধ্যেই ভারতের অনূর্দ্ধ ১৯ হলের হয়ে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলেছেন।
নিলামে অর্জুন অলরাউন্ডারের তালিকায় ছিলেন। তাঁর বেস প্রাইস ছিল ১ লক্ষ টাকা। বেশ কয়েকটি দল তাঁকে দলে নিতে দর হাঁকে। নর্থ মুম্বই প্যান্থার্স অর্জুনকে ৫ লক্ষ টাকায় দলে নিতে চায়। এরপর নিলামের পরিচালক চারু শর্মা লিগের দুটি নতুন দল আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্ব ও ঈগল ঠান স্ট্রাইকার্সকে অপরচুনিটি টু ম্যাচ (ওটিএম) ব্যবহারের বিকল্প দেন।
দুটি নতুন দলই পাঁচ লক্ষ টাকার ওটিএম বেছে নিলে দুটি কার্ড একটি ব্যাগে রাখা হয়। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কমিটি সদস্য উমেশ খানভিলকর একটি কার্ড বেছে নেন। ওই কার্ডটি ছিল আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বের। এভাবেই এই দল অর্জুনকে পায়।
এই নিলামের আগে সূর্য কুমার যাদব, আকাশ পারকর, শিবম দুবের মতো খেলোয়াড়দের তাঁদের ফ্র্যাঞ্জাইজিরা রিটেন করে।
আট দলের এই টুর্নামেন্টে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েছে আদিত্য তারে, সরফরাজ খান, ধবল কুলকার্নিদের বেছে নেয়।
এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সচিন।