মুম্বই: টি-২০ মুম্বই লিগের নিলামে সাত লক্ষ টাকা করে দর উঠল অজিঙ্ক রাহানে ও সূর্যকুমার যাদবের। ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক রাহানে খেলবেন মুম্বই নর্থ দলের হয়ে। সূর্যকুমার খেলবেন মুম্বই নর্থ-ইস্ট দলের হয়ে। রোহিত শর্মাকে ৬ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে মুম্বই নর্থ-ওয়েস্ট। এই দলের ‘আইকন প্লেয়ার’ রোহিত। তবে বিরাট কোহলির অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক নির্বাচিত হওয়ায় এই লিগে রোহিতের খেলার সম্ভাবনা নেই।
নিলামে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক পৃথ্বী শ-র দর উঠেছে ২.৮ লক্ষ টাকা। তিনি মুম্বই নর্থের হয়ে খেলবেন। শ্রেয়াস আয়ারকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে মুম্বই নর্থ সেন্ট্রাল। চার লক্ষ টাকার বিনিময়ে মুম্বই সাউথের হয়ে খেলবেন অলরাউন্ডার অভিষেক নায়ার।
এ মাসের ১১ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে টি-২০ মুম্বই লিগ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে খেলা।
মুম্বই টি-২০ লিগের নিলামে সবচেয়ে বেশি দর পেলেন রাহানে, সূর্যকুমার
Web Desk, ABP Ananda
Updated at:
04 Mar 2018 03:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -