দুবাই: আইসিসি র‌্যাঙ্কিংয়ে টি-২০ ফর্ম্যাটে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেই আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে ব্যাটে রান না পলেও, তাঁর অবস্থান বদল হয়নি। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের থেকে ২৮ পয়েন্ট এগিয়ে বিরাট। তিনি টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় এবং একদিনের ক্রিকেটে তৃতীয়। ভারতের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই প্রথম পাঁচের মধ্যে আছেন বিরাট।


ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ২৫ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার সুবাদে ৯২ ধাপ উন্নতি করেছেন যুজবেন্দ্র চাহাল। তিনি এখন বোলারদের মধ্যে ৮৬ নম্বরে আছেন। টি-২০ ফর্ম্যাটে বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন যশপ্রীত বুমরাহ। আট নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারতীয় দল ইংল্যান্ডকে ২-১ ফলে হারানোর সুবাদে টি-২০ র‌্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি করে এখন দু নম্বরে আছে।