দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। একজন ভারতীয় দলের মেন্টর, তো আর একজন ওয়েস্ট ইন্ডিজ দলের এখনও নির্ভরযোগ্য ব্যাটার। ফের একসঙ্গে দেখা হয়ে গেল মহেন্দ্র সিংহ ধোনি ও ক্রিস গেলের। এই মুহুর্তে দুবাইয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে ২ দলই। তারই ফাঁকে ২ পুরনো বন্ধুর দেখা হয়ে গেল। গল্পে মশগুল হলেন ২ জনই। বিসিসিআইয়ের তরফে ২ টো ছবি পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ২ জনে পাশাপাশা দাঁড়িয়ে বেশ গল্প করছেন। 


 






২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে ধোনির। অন্যদিকে তারও আগে ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে অভিষেক হয় গেলের। একে অপরের প্রতিপক্ষ হলেও কেরিয়ারের বেশিরভাগ সময়টাই তাঁরা একসঙ্গে খেলেছেন। ২ জনের বয়সই চল্লিশ পেরিয়েছে। গত বছর ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। অন্যদিকে ৪২ বছর বয়সে এখনও ক্যারিবিয়ান দলের সদস্য গেল। হয়ত এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেটকে বিদায় জানাবেন ইউনিভার্সাল বস। আইপিএলে ২ জন খেললেও ২ জন আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। তাই এবার মাঠের বাইরে দেখা হতেই 


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষদের কী কী সামলাতে হবে, তার ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেটারেরা। বল হাতে মহম্মদ শামির দাপটের পর ব্যাট হাতে বিপক্ষকে ধ্বংস করলেন কে এল রাহুল, ঈশান কিষাণ ও কিছুটা ঋষভ পন্থ। ইংল্য়ান্ডের ১৮৮/৫ স্কোর তাড়া করতে নেমে পাক্কা এক ওভার বাকি থাকতে মাত্র তিন উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে গেল ভারত।


আরও পড়ুনঃ আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার, হেটমায়ারকে মাঠে ফিরিয়ে প্রশংসিত পাক অধিনায়ক বাবর