দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করার আগে ক্রিকেট বিশ্বের প্রশংসা আদায় করে নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ক্রিকেটীয় মনোভাবের এক দারুণ নিদর্শন দিলেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে আম্পায়ার শিমরন হেটমায়ারকে বিতর্কিতভাবে আউট দিলেও পাকিস্তান অধিনায়ক তাঁকে ক্রিজে ফিরিয়ে আনেন।


ঘটনাটি ঘটে ম্যাচের ১৫তম ওভারে। পাক পেসার হাসান আলির ওভারের পাঁচ নম্বক বলে হেটমায়ার পুল করতে গেলেও ব্যাটে বলে সঠিক সংযোগ হয়নি। কিন্তু স্পষ্ট এক আওয়াজ শুনতে পাওয়ায় আম্পায়ার তাঁকে আউট দেন। সিদ্ধান্তে  প্রথম থেকে একেবারেই খুশি ছিলেন না ক্যারিবিয়ান ব্য়াটার। তিনি ইঙ্গিত করে যেন বোঝাতে চান, বল ব্যাটে না বরং চেন হেলমেটে লাগায় শব্দ শোনা যায়। কিন্তু ওয়ার্ম আপ ম্যাচে ডিআরএস না থাকায় তাঁকে সাজঘরের দিকে রওনা দিতে হয়।


তবে হঠাৎই মন বদল করে হেটমায়ারের কথায় ভরসা করে তাঁকে পুনরায় ক্রিজে ব্যাট করতে ডেকে নেন বাবর। ঘটনাটি ওয়ার্ম ম্যাচে ঘটলেও বাবরের ক্রিকেটীয় ভাবধারাই এই ঘটনার মাধ্যমে প্রকাশ পায়। হেটমায়ার ২৪ বলে ২৮ রান করেন। জবাবে বাবরের অর্ধশতরানে ভর দুরন্ত জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।


এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষদের কী কী সামলাতে হবে, তার ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেটারেরা। বল হাতে মহম্মদ শামির দাপটের পর ব্যাট হাতে বিপক্ষকে ধ্বংস করলেন কে এল রাহুল, ঈশান কিষাণ ও কিছুটা ঋষভ পন্থ। ইংল্য়ান্ডের ১৮৮/৫ স্কোর তাড়া করতে নেমে পাক্কা এক ওভার বাকি থাকতে মাত্র তিন উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে গেল ভারত।


টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। যোগ্যতা অর্জনকারী পর্বে হাড্ডাহাড্ডি লড়াই করছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, স্কটল্যান্ডের মতো দেশ। তারই মাঝে প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাট কোহলিরা। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেললেন কোহলিরা। আর সেই ম্যাচে প্রথম ব্যাট করে বড় রান তুলেছিল ইংল্যান্ড। ভারতের সামনে জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্য রেখেছিল ইংল্যান্ড। ১৯ ওভারে সেই লক্ষ্য পূরণ করলেন ভারতীয় ক্রিকেটারেরা।