আবীর দত্ত, কলকাতা: মুচিপাড়া থানার ক্রিক লেনে রাস্তা থেকে ছাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উদ্ধার হওয়া দুটি ছাল চিতাবাঘের বলে অনুমান বন দফতরের। কাপড়ে মোড়া অবস্থায় উদ্ধার কয়েকটি লেজের টুকরোও। পুলিশ সূত্রে খবর, কে বা কারা ফেলে গেছে খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতায় রাস্তায় চিতাবাঘের ছাল। যা ঘিরে ভর দুপুরে চাঞ্চল্য ছড়াল মুচিপাড়ার ক্রিক লেনে।পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে ক্রিক লেনে একটি কাপড়ে মোড়া অবস্থায় ছাল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। উদ্ধার হওয়া ছাল চিতাবাঘের বলে অনুমান বন দফতরের। গতকালই বন দফতরের এক কর্মী জানান, ওই ছাল চিতাবাঘের ছাল বলেই মনে হচ্ছে।
আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে বিনয়, লালা, নীরজের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
বন দফতর সূত্রে খবর, কাপড়ে মোড়া অবস্থায় দুটি ছাল উদ্ধার হয়েছে। সঙ্গে পাওয়া গিয়েছে বেশ কয়েকটি লেজের টুকরোও। এই ঘটনায় হতভম্ব ক্রিকলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই ছালগুলি আনা হয়েছিল। কে বা কারা এগুলো এনেছিল, তা জানতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে বীরভূমের কাঁকড়তলা থানার পেঁচালিয়া গ্রামে এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় সাত ফুট লম্বা পাইথন সাপ। গত ৫ অক্টোবর সন্ধে নাগাদ ওই গৃহস্থের বাড়ির শৌচালয়ে সাপটি দেখতে পায় বাড়ির লোক। এরপর থেকেই শৌচালয় আটকে রাখা হয় সাপটিকে। এরপর কাঁকড়তলা থানার পুলিশ ও বন দফতরের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা।
আরও পড়ুন: Jalpaiguri: জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল বাঁকুড়া জেলা পুলিশ