আবু ধাবি: টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ে ফিরল আফগানিস্তান। স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৩০ রানে জেতার পর পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল রশিদ খানদের। রবিবার নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে সুপার টুয়েলভে দ্বিতীয় জয় পেল মহম্মদ নবির দল। সেই সঙ্গে গ্রুপ ২-এ সব দলের মধ্যে সেরা নেট রান রেট নিয়ে সুবিধাজনক জায়গায় থাকল আফগানিস্তান।


রবিবার মুজিব উর রহমানকে ছাড়াই সহজ জয় পেল আফগানিস্তানের । বিশ্বকাপের সুপার টুয়েলভে নমিবিয়াকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে দিল আফগানিস্তান। সেই সঙ্গে তারা গ্রুপ-টু'এর দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করে ফেলল ।


রবিবার আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে । জবাবে ব্যাট করতে নেমে নমিবিয়া ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৮ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৫ রান করেন মহম্মদ শেহজাদ। ৩৩ রান করেন অপর ওপেনার হজরতউল্লাহ জাজাই। এছাড়া আজ়গর আফগান ৩১ ও মহম্মদ নবি ১৭ বলে অপরাজিত ৩২ রান করেন। নামিবিয়ার হয়ে ২টি করে উইকেট নেন রুবেন ও নিকোল ।


রান তাড়া করতে নেমে নমিবিয়ার ব্যাটাররা শুরু থেকেই চাপে ছিলেন। কেউই আগ্রাসী ব্যাটিং করতে পারেননি। ডেভিড ওয়াইজ দলের হয়ে সবথেকে বেশি ২৬ রান করেন। আফগানিস্তানের হয়ে নজরকাড়া বোলিং করেন নবীন-উল-হক ও হামিদ হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে হামিদ ৯ রানে ৩ উইকেট নেন। নবীন ২৬ রানে ৩ উইকেট দখল করেন। রশিদ ৪ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।


ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নবীন। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আফগানিস্তান গ্রুপে দ্বিতীয় স্থানে রইল। বাকি দুই ম্যাচ জিতলে সেমিফাইনালে পৌঁছে যেতে পারে তারা।