মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার ১২ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তবে এখনও নিউজিল্যান্ড ছাড়া আর কোনও দলই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। গ্রুপ ২-এর অবস্থা আরও জটিল। কোন দুই দল শেষ পর্যন্ত সেমিফাইনালে পৌঁছবে, সেই নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। ভারতীয় দল বুধবার বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ রানে নিজেদের ম্যাচ জেতে। চার ম্যাচ তিনটিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তাও রোহিতরা যে সেমিফাইনালে যাবেনই, তা এখনও নিশ্চিত নয়।


গ্রুপের পরিস্থিতি


বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর ছয় পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ ২-র শীর্ষে ভারতীয় দল। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৩ রানে জয় পেয়েছে পাকিস্তান (Pakistan Cricket Team)। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলতে পারত। তবে প্রোটিয়া শিবির পরাজিত হওয়ায় গ্রুপ ২-এর শেষ রাউন্ডের খেলার আগে কোন দুই দল সেমিফাইনালে পৌঁছবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। গ্রুপের বর্তমান পরিস্থিতি অনুযায়ী অবশ্য ভারত ও প্রোটিয়া দলই আপাতত সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রয়েছে।


প্রোটিয়া দল নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। সেই ম্যাচে যদি কোনওভাবে ডাচরা প্রোটিয়াদের বিরুদ্ধে জিতে যায়, তাহলে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের সুপার ১২-র শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে তাঁরা মাঠে নামবে। ডাচদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা পরাজিত হলে, তেম্বা বাভুমার দল পাঁচ পয়েন্টেই থেমে থাকবে। সেখানে বাংলাদেশ বা পাকিস্তান যেই রবিবারের দ্বিতীয় ম্যাচে জিতবে, তাঁরা ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে। 


ভারতের সমীকরণ


অপরদিকে, ভারত ইতিমধ্যেই ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে। দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে পরাজিত হলে ভারত-জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে প্রোটিয়া শিবির জিতলে ভারতের চাপ বাড়বে। ভারতের নেট রান (+০.৭৩০) রেটের থেকে পাকিস্তানের নেট রান রেট (+১.১১৭) বেশি ভাল হওয়ায় শেষ ম্যাচে রোহিতরা পরাজিত হলে চাপে পড়ে যাবে টিম ইন্ডিয়া। ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে হারলে ও পাকিস্তান নিজেদের ম্যাচ জিতলে বাবরাই সেমিফাইনালে পৌঁছে যাবে।


পাকিস্তান, বাংলাদেশের ক্ষেত্রে হিসেব সহজ। ভারত বা দক্ষিণ আফ্রিকা, উভয় দলই যদি নিজেদের ম্যাচ জিতে যায়, তাহলে তাঁরাই সেমিফাইনালে পৌঁছবে। পাকিস্তান বা বাংলাদেশ ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। দুই দলের একটি দলও ম্যাচ হারলে তবেই বাবর ও শাকিবদের সেমিফাইনালে পৌঁছনোর আশা রয়েছে। দক্ষিণ আফ্রিকা হারলে, পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে যে জিতবে তাঁরাই সেমিফাইনালে পৌঁছবে। আর দক্ষিণ আফ্রিকা জিতলে, ভারত হারলে সেক্ষেত্রেও নেট রান রেটের বিচারেই গ্রুপ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট দল নির্ধারিত হবে। 


আরও পড়ুন: কাজে দিল না লিটলের হ্যাটট্রিক, সেমিফাইনালের টিকিট পাকা করল নিউজিল্যান্ড