নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচের মধ্যে দিয়ে আজই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ পর্ব শুরু হয়ে গিয়েছে। কাল ভারত ও পাকিস্তানের মহারণ। তার আগেই ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা কেভিন পিটারসেন (Kevin Pietersen) এক বড় ভবিষ্যদ্বাণী করলেন। বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে এক ভারতীয় তারকাকে বেছে নিলেন পিটারসেন। তবে সেই তারকা কিন্তু বিরাট কোহলি বা রোহিত শর্মা নন। তাহলে কে সর্বোচ্চ রানসংগ্রাহক হবে বলে মনে করছেন পিটারসেন?
এক নম্বর ব্যাটার
পিটারসেনের মতে কেএল রাহুল(KL Rahul) বর্তমান বিশ্বের এক নম্বর ব্যাটার এবং তিনিই বিশ্বকাপে সর্বোচ্চ রান করতে পারেন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মতে, 'বর্তমান বিশ্বের এক নম্বর ব্যাটার ও (রাহুল)। আমার ওকে ভীষণ পছন্দ। ও দারুয়ণ খেলোয়াড়। অস্ট্রেলিয়ায় বল বাউন্স করার সঙ্গে সুইং এবং সিমও হয়। আমার মনে হয় ওর খেলার ধরনটা খুবই ভাল এবং এই পরিবেশে রান করার জন্য যথার্থ।' তবে রাহুল সর্বোচ্চ রান করবেন দাবি করলেও, বিশ্বকাপ জয়ের জন্য কিন্তু ভারতীয় দলকে তিনি ফেভারিটের তকমা দেননি। পিটারসেনের মতে বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট তাঁর দেশ ইংল্যান্ডই। তার কারণও ব্যাখা করেন পিটারসেন।
ফেভারিট ইংল্যান্ড
তিনি জানান, 'ইংল্যান্ডের সাদা বলের দলটি দারুণ। ওদের খেলা দেখতেও দারুণ লাগে এবং ওদের দল সবদিকেই শক্তিশালী। আমার মনে হচ্ছে ওরাই ফেভারিট হিসাবে টুর্নামেন্ট শুরু করবে। পাকিস্তানের বিরুদ্ধে (টি-টোয়েন্টি সিরিজে) ওদের জয়টা দারুণ ছিল। এমনকী অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রস্ততি ম্যাচগুলিতেও ইংল্যান্ড দারুণ খেলেছে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সবদিক থেকেই শক্তিশালী দেখাচ্ছে।' প্রসঙ্গত, নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে দাপটের সঙ্গে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্বের প্রথমদিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেল ইংল্যান্ড (ENG vs AFG)। মাত্র ১১৩ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট ও ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিল জস বাটলারের দল। ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন সর্বোচ্চ ২৯ রান করলেও, দলের জয়ের প্রধান ভূমিকা নেন স্যাম কারান (Sam Curran)। তিনিই পাঁচ উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়েন।
আরও পড়ুন: দুরন্ত ছন্দে সূর্যকুমার, তাও ভারতীয় তারকাকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন প্রাক্তন পাক অধিনায়ক