দুবাই: এ এক অদ্ভুত দ্বন্দ্ব। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। অজিদের বিরুদ্ধে ১৭৭ রাবের লক্ষ্যমাত্রা রাখে তারা। কিন্তু শেষ হাসি কে হাসবে, এই পরিস্থিতিতে দ্বন্দ্বে রয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার ম্যাথু হেডেন। পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে এবার কাজ করছেন তিনি।                         


পাকিস্তানের ব্যাটিং শেষের পরে ম্যাথু বলেন, "আজকের দিনটি অবশ্যই একটি দ্বন্দ্বের। কারণ আমার হৃদয় সবসময় অস্ট্রেলিয়ার জন্য স্পন্দিত হয়। কিন্তু আমি এই মুহূর্তে পাকিস্তান দলের অংশ। সেটা হতে পেরে ভাল লাগছে। আজ পাকিস্তান টিম দুর্দান্ত ব্যাটিং করেছে। রিজওয়ান গতকাল হাসপাতালে ছিলেন, কিন্তু তিনি আজ খেলার জন্য ফিট ছিলেন। তিনি যে সাহসী ব্যাটিং করলেন তা নিঃসন্দেহে ব্যাতিক্রম।"                               


আরও পড়ুন, সেমিফাইনালে দুরন্ত লড়াই রিজওয়ান-ফকর জামানের, ১৭৭ রানের লক্ষ্যমাত্রা অজিদের


আজ ডাগ আউট থেকে অজি বধের ছক কষার দায়িত্ব হেডেনরই। ম্যাচের আগের দিন এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি ওপেনার বলেন, 'আমার কাছে এটা একটা অদ্ভুত অনুভূতি। আমি অস্ট্রেলিয়া ক্রিকেটে ২ দশক ধরে যোদ্ধা ছিলাম। সেই টিমের বিরুদ্ধেই খেলতে নামতে হবে। মন আর মস্তিষ্ককে একটা চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। তবে, পেশাদারি দিক থেকে দেখলে, আমি কিন্তু অজি টিম সম্পর্কে অনেক কিছুই জানি। পাক টিমের ক্ষেত্রে নিশ্চিত ভাবে সেটা কাজে লাগবে।'        


তিনি আরও বলেন, 'পাকিস্তানের কাছে এই বিশ্বকাপ জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ক্রিকেট ওই দেশের কাছে সবচেয়ে ভালোবাসার একটা খেলা। শুধু তাই নয়, ক্রিকেটেই ফোকাস করে ওরা। সাম্প্রতিক কালে ওদের কিছু ক্রিকেট সফর বাতিলও হয়েছে। পরিস্থিতির বিচারে পাকিস্তান যদি বিশ্বকাপটা জিততে পারে, তা হলে ওদের পক্ষে খুব ভালো হবে।'