মুম্বই: ১১ নভেম্বর জন্মদিন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক বনি কপূরের। তাঁর বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট লিখলেন অভিনেতা অর্জুন কপূর। সোশ্যাল মিডিয়ায় একটি থ্রোব্যাক ছবি পোস্ট করলেন 'সন্দীপ অউর পিঙ্কি ফেরার'। ছবিতে বাবা বনি কপূর ও বোন অংশুলা কপূরের সঙ্গে দেখা যাচ্ছে খুদে অর্জুনকেও। স্মৃতির সরণি বেয়ে লিখলেন ছবির সঙ্গে লিখলেন একটি মিষ্টি নোট।
কী পোস্ট করলেন অর্জুন কপূর? (What Did Arjun Kapoor Post?)
ছবিতে একসঙ্গে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন বনি কপূর, অর্জুন কপূর ও অংশুলা কপূর।
পোস্টে বাবার প্রশংসা করে অর্জুন লেখেন তিনি সবসময়েই অন্যদের বিপদের সুরাহা করার জন্য 'নিজের ক্ষমতার বাইরে বেরিয়ে যান'। তিনি লেখেন, 'কাউকে আত্মত্যাগী হতে শেখানো যায় না। এটি এমন একটা জিনিস যা খুব কম সংখ্যক মানুষের ভিতরেই থাকে। আমি সেরকমই এক ব্যক্তির ছেলে... আমি এমন বহুবার দেখেছি ও শুনেছি যে বাবা নিজের সামর্থ্যের বাইরে বেরিয়ে বাকিদের সাহায্য করছেন এবং এই সবকিছুর মধ্যে নিজেরটা ভুলে গেছেন... আত্মত্যাগী হয়ে জীবন কাটানো সহজ নয়...সেই মানুষটাকে জন্মদিনের শুভেচ্ছা যে শুধু এই সবকিছু মধ্যে দিয়ে বেঁচেই আছেন তাই নয় বরং রাজার হালে দিন কাটাচ্ছেন। তোমাকে ভালবাসি বাবা।'
অর্জুন কপূরের পোস্টে কমেন্ট করেছেন অভিনেত্রী জাহ্নবী কপূরও। এছাড়া কমেন্ট বক্সে অনুরাগীদের শুভেচ্ছা তো আছেই।
মজার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান জাহ্নবী কপূর (Janhvi Shares Pic Of Khushi Showering Boney Kapoor With Kisses)
'ধড়ক' অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় দু'টি ছবি পোস্ট করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে বনি কপূর মেয়ে জাহ্নবীকে আদরের চুম্বন দিচ্ছেন। পিছনে দাঁড়িয়ে সঞ্জয় কপূর ও জাহ্নবীর বোন খুশি। লেখেন, 'শুভ জন্মদিন বাবা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমি তোমাকে ভালবাসি।'
পরে আরও একটি ছবি পোস্ট করেন তিনি। লেখেন, 'এমনকী যখন তুমি ওকে (খুশি কপূর) বেশি ভালবাসো'। সেখানে দেখা যাচ্ছে বাবাকে আদুরে চুম্বন দিচ্ছেন বনি কপূরের ছোট মেয়ে খুশি।
আরও পড়ুন: Rockstar 10 Years: 'রকস্টার'-র ১০ বছর পূর্তিতে স্মৃতির পাতা উল্টে দেখল গোটা টিম