দুবাই : পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে হারতে হয়েছে আফগানিস্তানকে। জয়ের কিনারায় এসেও জয় আসেনি। তবে বল হাতে বিশ্বরেকর্ড গড়লেন রশিদ খান। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ২ উইকেট ঝুলিতে পুরেছেন ২ উইকেট। আর তার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ উইকেটের মালিক হলেন এই লেগস্পিনার। পাকিস্তানের মহম্মদ হাফিজকে ফিরিয়েই প্রথমে ১০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছন রশিদ। এরপর পাক অধিনায়ক বাবর আজমকেও ফিরিয়ে দেন তিনি। 


এর আগে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে পৌঁছেছিলেন টিম সাউদি, লাসিথ মালিঙ্গা ও শাকিব আল হাসান। বিশ্বের চতুর্থ বোলার হিসেবে কুড়ির ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হলেন রশিদ। তবে সবচেয়ে কম ম্যাচ খেলে এই মাইলস্টোনে পৌঁছোলেন রশিদ। এতদিন দ্রুততম ১০০ উইকেটের মালিক ছিলেন মালিঙ্গা। তিনি ৭৬ ম্যাচে এই মাইলস্টােন স্পর্শ করেছিলেন। এবার তাঁকে টপকে মাত্র ৫৩ ম্যাচে ১০০ উইকেটের মালিক হলেন রশিদ।


ভারত, নিউজিল্যান্ডজের পর এবার আফগানিস্তান। টি২০ বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জিতে সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা করে ফেলল পাকিস্তান। পাক টিম কতটা ছন্দে সেটা বোঝা যায় এই ম্যাচে তাদের জয়ের ছন্দেই। রান তাড়া করতে নেমে করিম জানাটের ১৯ তম ওভারে ৪টে বিশাল ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের দাপুটে জয় নিশ্চিত করলেন ম্যাচ সেরা আসিফ আলি। মাত্র ৭ বলে ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান তাঁর। যার সুবাদে পাকিস্তান বিশ্বকাপের গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারাল ৫ উইকেটে। আর টানা তৃতীয় জয়ের সুবাদে সেমিফাইনালের রাস্তা কার্যত পাকা করে ফেলল বাবর বাহিনী।


দুবাই ইনটারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তোলে আফগানিস্তান। টপ অর্ডার ব্যর্থ হলেও অধিনায়ক মহম্মদ নবি (অপরাজিত ৩৫) ও গুলবাদিন নাইবের ( অপরাজিত ৩৫) অবিচ্ছেদ্য ৭১ রানের পার্টনারশিপে ভর করে যথেষ্ট লড়াকু স্কোর খাড়া করেন আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশামতো হয়নি পাকিস্তানের। তবে অধিনায়ক বাবর আজম (৫১) আরও একটা দুরন্ত অর্ধশতরানে দলকে রান তাড়া করার দারুণ মঞ্চ তৈরি করে দেন।


আরও পড়ুন: টিভিতে খেলার চ্যানেল নেই, বিশ্বকাপ দেখতে পারছেন না মর্গ্যান