দুবাই: টিকিট বিক্রি শুরু হওয়ার পর ২৪ ঘণ্টাও কাটেনি। নিঃশেষ হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সমস্ত টিকিট। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ঘিরে উত্তেজনায় ফুটছে গোটা ক্রিকেট বিশ্ব।


টি-টোয়েন্টি বিশ্বকাপের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে রবিবার। ২৪ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের জন্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির যে সমস্ত অংশের টিকিট বিক্রি করা হয়েছে, সেই জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্ল্যাটিনাম, সব টিকিট মুহূর্তে বিক্রি হয়ে গিয়েছে। বহু ভক্তই টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হাহুতাশ করেছেন।


এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৫ টি ম্যাচ খেলা হবে। এই ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরশাহিতে হবে। মোট তিনটি শহরে এবার টুর্নামেন্টের ম্য়াচগুলো আয়োজিত হবে। সেগুলো হল দুবাই, আবু ধাবি এবং শারজা। ওমানেও কিছু ম্যাচ আয়োজন করা হবে।


আগামী ১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হবে। বিশ্বের সেরা ১৬টি দল এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে। ওমানে খেলা ম্য়াচের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১০ ওমানি রিয়াল (ভারতীয় মুদ্রায় ১৯২৫ টাকা)। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা টুর্নামেন্টের ম্যাচের জন্য় টিকিটের দাম ৩০ দিরহাম অর্থাৎ ভারতীয় অঙ্কে প্রায় ৬০০ টাকা। দুবাইয়ে প্রায় ৭০ শতাংশ দর্শক স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবে। ওমানের রাজধানী মাস্কাটে যে ম্যাচগুলো হবে, তাতে ৩ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। 


আগামী ২৪ অক্টোবর টি -টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে হবে ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। পাকিস্তান ছাড়াও ভারতকে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের মতো দলের বিপক্ষে গ্রুপ লিগে খেলতে হবে বিরাট বাহিনীকে।


কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল টুর্নামেন্টের থিম সং। বৃহস্পতিবার 'লিভ দ্য গেম' নামে টুর্নামেন্টের থিম সং ইউটিউবে প্রকাশ করা হয়। গানের ভিডিওটি পুরোটাই অ্যানিমেটেড আকারে প্রকাশ পেয়েছে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে। ভিডিওতে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, আফগানিস্তানের স্পিনার রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে দেখা গিয়েছে।