দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর থেকেই মহম্মদ শামিকে ক্রমাগত আক্রমণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা পাশে দাঁড়িয়েছেন ভারতের তারকা পেসারের। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও শামির পাশে দাঁড়াল। খারাপ পারফরম্যান্সের জেরে সবথেকে বেশি ট্রোলের মুখে পেসার মহম্মদ শামি। বিসিসিআইয়ের তরফে পোস্ট করা হয়েছে একটি পোস্ট। সেই ছবিতে বিরাটও রয়েছেন শামির সঙ্গে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, 'গর্বিত, শক্তিশালী, আরও এগিয়ে যাও, আরও ওপরে ওঠো।' 


 






পাক ম্যাচে হারের পর থেকেই মহম্মদ শামিকে পড়তে হচ্ছে বিভিন্ন বিদ্রুপ মন্তব্যের মুখে। আর এই অবস্থায় শামি ও পুরো টিম ইন্ডিয়ার পাশে দাঁড়ালেন বাকি ক্রিকেটাররা। বর্তমান থেকে প্রাক্তন একাধিক ভারতীয় ক্রিকেটারই কোহলির দলের ওপর আস্থা রাখতে বার্তা দিয়েছেন সমর্থকদের। পাশাপাশি তাঁদের বার্তা এই হারের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর দক্ষতা রয়েছে। সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সহবাগ থেকে ঋদ্ধিমান সাহা থেকে ইরফান পাঠান, সকলেই মুখ খুলেছে ভারতীয় দলের সমর্থনে। সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারের বার্তা 'আমরা যখন ভারতীয় দলের হয়ে গলা ফাটাই তখন আমরা জার্সি চাপিয়ে খেলতে নামা সকলেরই ভাল পারফরম্যান্সের প্রত্যাশা রাখি। মহম্মদ শামি ভারতীয় দলের প্রতি যথেষ্ট দায়বদ্ধ এবং বিশ্বের অন্যতম সেরা বোলার, যে কোনও খেলোয়াড়ের মতোই একটা দিন ওঁর খারাপ গিয়েছে। যেটা খুবই স্বাভাবিক। আমার পূর্ণ সমর্থন মহম্মদ শামি ও ভারতীয় দলের সঙ্গে রয়েছে।' বীরেন্দ্র সহবাগ মজার ছলে একটি ছবি পোস্ট করে শামির প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। যে ছবির ক্যাপশনে লেখা 'গতকালের হারের জন্য পাগলের মতো যাঁরা শামিকে দায়ী করছেন তাঁদের উদ্দেশ্যে নিশ্চয়ই এমনটাই বলছে শামি' দিয়ে তাঁর পোস্ট করা ছবিতে লেখা 'আপনাদের কথা আমি গুরুত্বই দিই না।'