দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন ম্যাচ ছিল ভারতের। এই ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়ে প্রবল চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই কি না পাল্টে ফেলা হল ওপেনিং জুটি! রোহিত শর্মাকে (Rohit Sharma) ৩ নম্বরে নামিয়ে দেওয়া হল!


এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টিম ম্যানেজমেন্টের উপর তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁর মতে, সীমিত ওভারের ফর্ম্যাটে রোহিত শর্মা ভারতের সেরা ক্রিকেটার। সেই রোহিতের ব্যাটিং পোজিশন পাল্টানো নেতিবাচক কৌশল বলে মনে করেন রোহিত ।


পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর কেন উইলিয়ামসনদের কাছে ভারত ৮ উইকেটে হেরেছে। কিউয়িদের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের বদলে ঈশান কিষাণকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়। কেএল রাহুলের সঙ্গে ওপেন করেন ঈশান। তিনে নামেন রোহিত। চারে বিরাট কোহলি । কিন্তু ভারতের এই ব্যাটিং অর্ডার পরিবর্তনের সিদ্ধান্ত বুমেরাং হয়েছে । ব্যর্থ হয়েছেন প্রথম চার ব্যাটসম্যান ।


আরও পড়ুন: ভারত হারায় বিরাটের মেয়েকে ভয়ঙ্কর হুমকি, পাশে দাঁড়ালেন ইনজামাম


যা নিয়ে ক্ষুব্ধ গৌতম গম্ভীর। বলেছেন, ‘এটা যদি ভেবে নেওয়া হয়, রোহিত শর্মা যে কাজটা করতে পারবে না, সেটা ঈশান কিষাণ সাফল্যের সঙ্গে করে দেবে, তবে সেটা পুরোটাই ভুল ভাবনা। যদি এই রকমটা ভাবা হয়ে থাকে যে, ঈশান কিষাণ প্রথম ছয় ওভারে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলে দেবে, আর তার পর বিরাট এবং রোহিত এসে সেটা আরও ভাল জায়গায় নিয়ে যাবে, এটা ভেবে নেওয়াটাই তো ভুল। কারণ রোহিত শর্মার চেয়ে ভালো সাদা বলের ক্রিকেটার আমরা দেখিনি। যে ব্যাটারের টি-টোয়েন্টিতে চারটি সেঞ্চুরি রয়েছে, তাকে যদি এখনও ৩ নম্বরে ব্যাট করানো হয়, তবে সেটা একেবারেই নেতিবাচক চিন্তা।’