নয়াদিল্লি: গাড়ি প্রকাশ্যে আসতে আর কিছুদিন।এরই মধ্যে ফাঁস হয়ে গেল নতুন Maruti Suzuki Celerio-র ছবি। দেশজুড়ে ডিলারশিপের কাছে এখন পৌঁছে দেওয়া হচ্ছে কোম্পানির এই গাড়ি। সোশ্যাল মিডিয়ায় সেলেরিওয়র 'লো স্পেকস ভ্যারিয়েন্ট'-এর ছবি সামনে এসেছে। আগামী দিনে Maruti Suzuki Wagon R-এর পাশাপাশি এই হ্যাচব্যাককে বিক্রি করবে কোম্পানি। 


Maruti Suzuki Celerio-র ডিজাইন:
নতুন সেলেরিও বেশি বড়, লম্বা ও পুরোনোটির চেয়ে অনেক বেশি জায়গা সম্পন্ন।গাড়ির সুরক্ষার জন্য ইলেকট্রনিক ব্রেক-ফোর্স ডিস্ট্রিবিউশন, রিভার্স ক্যামেরা এবং রেয়ার পার্কিং সেন্সর সহ অ্যান্টি-ব্রেক লকিং সিস্টেমের মতো বৈশিষ্ট্যও পাওয়া যাবে। গাড়ির এক্সটিরিয়ারেও অনেক পরিবর্তন আনা হয়েছে। গাড়িটিতে একটি নতুন ডিজাইন করা ছোট ফ্রন্ট গ্রিল ও এয়ার ড্যাম, হ্যালোজেন হেডল্যাম্পস, টেইল ল্যাম্পস, নতুন ডোর হ্যান্ডেল ও আপডেটেড রেয়ার বাম্পার দেওয়া হয়েছে। ১৪ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে গাড়িতে।




Maruti Suzuki Celerio-র প্রতিযোগী কারা ?
ভারতের বাজারে লঞ্চ হলে Hyundai Santro, Tata Tiago ও Datsun Go-এর সঙ্গে লড়াই হবে মারুতি সেলেরিওর। অতীতে মারুতির এই গাড়ি খুব একটা ভাল মার্কেট ধরতে পারেনি। অন্য সেগমেন্টে কোম্পানির গাড়ি এগিয়ে গেলেও বিক্রির হিসেবে পিছিয়ে পড়েছে এই গাড়ি। তাই নতুন করে এই গাড়ি নিয়ে আশায় বুক বাঁধছে কোম্পানি। 


Maruti Suzuki Celerio-এর ইঞ্জিন 
Maruti Suzuki Wagon R-এর মতোই গাড়িতে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন দিতে পারে কোম্পানি। AMT/manual গিয়ারবক্স দেওয়া হবে গাড়িতে। তবে আগের থেকে এই ইঞ্জিন অনেক বেশি পাওয়ারফুল হবে। সেইভাবেই ইঞ্জিনকে টিউন করেছে মারুতি। গাড়ির লোয়ার স্পেকস ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ১.০ লিটার পেট্রল ইঞ্জিন। ৫ স্পিড গিয়ারবক্স দেওয়া হবে গাড়িতে। অটো সাইটগুলোর রিপোর্ট বলছে, আগের থেকে সামান্য বেশি দাম হবে এই হ্যাচব্যাকের। তবে প্রতিযোগিতার বাজার ধরতে এবারও 'অ্যাগ্রেসিভ প্রাইসিং' রাখবে মারুতি।


নতুন মডেলের ভিতরে বেশকিছু পরিবর্তন করেছে কোম্পানি। অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট-সহ ৭ ইঞ্চি স্মার্ট প্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। এর সঙ্গে গাড়ির ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল এবং সেন্টার কনসোলও আপডেট করা হচ্ছে। ডুয়েল টোন ইন্টিরিয়র দেওয়া হতে পারে গাড়িতে। ভিতরে থাকবে ব্ল্যাক থিমের সঙ্গে সিলভারের টাচ।


আরও পড়ুন : BYD Electric MPV e6 এল ভারতে, দেখে নিন দাম ফিচার ও স্পেকস


আরও পড়ুন   Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা


আরও পড়ুন : Bajaj Pulsar 250 Launched: এসে গেল নতুন বাজাজ পালসার ২৫০, দেখে নিন প্রথম ছবি