দুবাই: তাঁকে দেখতে আর পাঁচজন ভারতীয়র মতো। হিন্দি বলতে পারেন। তবে খুব একটা সড়গড় নন বলে মায়ের কাছে বকুনিও খান। ইশ সোধি (Ish Sodhi) অবশ্য খেলেন নিউজিল্যান্ডের হয়ে। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠলেন ভারতে জন্মগ্রহণ করা লেগস্পিনার। ম্যাচের সেরার স্বীকৃতি ছিনিয়ে নিলেন। তাও আবার জন্মদিনে। শুনলে চমকে উঠতে পারেন যে, দুবাইয়ে বিরাট কোহলি-রোহিত শর্মা সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং লাইন আপকে নাস্তানাবুদ করে দেওয়া ইশ স্পিনের পাঠ নিয়েছিলেন ইউটিউব দেখে।


রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪ ওভার বল করে মাত্র ১৭ রান খরচ করে দুই উইকেট তুলে নিয়েছিলেন ইশ। শিকারের তালিকায়? বিরাট কোহলি ও রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার দুই সেরা ব্যাটারকে ফিরিয়ে ভারতীয় ইনিংসের কোমর ভেঙে দেন ইশ। প্রথমে ব্যাট করে ভারতীয় ইনিংস আটকে যায় মাত্র ১১০ স্কোরে।


লুধিয়ানায় জন্মগ্রহণ করা ইশ স্পিন বোলিং শিখেছিলেন ইউটিউবে শেন ওয়ার্ন ও অনিল কুম্বলেকে দেখে। ইশের বয়স যখন মাত্র ৪ বছর, লুধিয়ানা ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। সেখানেই তাঁর ক্রিকেট শিক্ষা আর এক ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি স্পিনার দীপক পটেলের কাছে। দীপকের পরামর্শেই ইউটিউবে মাঝে মধ্যেই দেখতেন দুই কিংবদন্তি স্পিনার ওয়ার্ন ও কুম্বলের বোলিংয়ের ভিডিও। সেই শিক্ষা কাজে লাগিয়েই ভারতীয় ব্যাটিংকে ছারখার করে দিলেন ইশ।


আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেন অশ্বিনকে নেওয়া হল না? উত্তর দিলেন বুমরা


রবিবার ম্যাচের পর এক সাংবাদিক ইশের কাছে জানতে চেয়েছিলেন, তিনি হিন্দিতে উত্তর দিতে পারবেন কি না। তবে কার্যত নিজের মায়ের ভয়েই তা এড়িয়ে গেলেন কিউয়ি তারকা। ইশ বলেন, 'এখানে হিন্দিতে কথা বলতে গেলে আমায় বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি আমার মা এটা দেখে এবং আমি সামান্যও কিছু ভুল বলি, তাহলে আর আমার রেহাই নেই। তাই এবারটা ইংরেজিতেই জবাব দিই। পরেরবার না হয় আমার হিন্দিটা আরও একটু ঘষামাজা করে চেষ্টা করব।‘