দুবাই: রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড। বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মঙ্গলবার হারতে হয়েছে। এর ওপর আবার তারকা ক্রিকেটারের চোট আশঙ্কা। আগামী রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচেও হয়ত পাওয়া যাবে না মার্টিন গাপ্টিলকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পায়ের পাতায় চোট পেয়েছিলেন এই ওপেনার। মঙ্গলবার ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন গাপ্টিল। কিন্তু তার আগে হ্যারিস রাউফের বলে পায়ের পাতায় চোট পান এই নিউজিল্যান্ড ওপেনার। ম্যাচের শেষেও যন্ত্রণা অনুভব করছিলেন নিউজিল্যান্ডের ওপেনার। ব্ল্যাক ক্যাপসদের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে, এরপরই গাপ্টিলকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, 'ওঁ একটু অস্বস্তিবোধ করছে। এটা হয়ত ২৪-৪৮ ঘণ্টা লাগবে ওঁর শরীরের হাল কেমন হয়, তা দেখার জন্য।' নিউজিল্য়ান্ডের তারকা পেস বোলার লকি ফার্গুসন চোটের জন্য ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। এর পর আবার গাপ্টিলের চোট নিঃসন্দেহে চিন্তা বাড়াবে উইলিয়ামসনদের।


টি-টোয়েন্টি বিশ্বকাপে দৌড়চ্ছে পাকিস্তানের বিজয়রথ। পরপর দুই ম্যাচে দুই শক্তিশালী প্রতিপক্ষকে ঘায়েল করল বাবর আজমের দল। ভারতকে ১০ উইকেটে হারানোর পর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারাল পাকিস্তান। সেই সঙ্গে ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষে উঠে এলেন বাবর আজমরা।


ভারতকে প্রথম ম্যাচে হারিয়ে রীতিমতো চনমনে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বল হাতে ছন্দে পাক বোলাররা। শারজায় প্রথমে ব্য়াট করে কিউয়ি ইনিংস আটকে যায় ১৩৪/৮ স্কোরে। ভারতের ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। মঙ্গলবার ঘাতক হয়ে উঠলেন হ্যারিস রউফ। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট নিলেন তিনি। ছন্দে ছিলেন শাহিন শাহও । ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে এক উইকেট নিলেন ভারতকে হারানোর নায়ক। একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ হাফিজ ও ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে রান পেয়েছেন ডারিল মিচেল (২৭), ডেভন কনওয়ে (২৭) ও অধিনায়ক কেন উইলিয়ামসন (২৫) ।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান বাবর আজম। ১১ বলে ৯ রান করে। তবে ভারতের বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরি করা মহম্মদ রিজওয়ান ৩৪ বলে ৩৩ রান করেন। মাঝের ওভারগুলোর পরপর উইকেট পড়ায় কিছুটা চাপ বেড়েছিল। তবে আসিফ আলি ১২ বলে অপরাজিত ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সেই সঙ্গে চাপের মুখে ২০ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন অভিজ্ঞ শোয়েব মালিক। ৮ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। মাত্র ৫ উইকেট হারিয়ে ।