নয়াদিল্লি: রাত পোহালেই শুরু আয়োজন। ১৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে টাটার মাইক্রো এসইউভি পাঞ্চ (Tata Punch Launch)। স্পেকসের বিশদে বিবরণ ছাড়াও জানা যাবে গাড়ির দাম।


কম দামি এসইউভি হবে এই গাড়ি
কোম্পানি সূত্রে খবর, বাজেট এসইউভি ক্রেতাদের জন্যই এই গাড়ি এনেছে টাটা। সেই কারণে সাড়ে ৫ লাখ টাকা থেকে শুরু হতে পারে গাড়ির দাম। মাইক্রো এসইউভির টপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭-৮ লক্ষ টাকার মধ্যে। তবে এসবই হতে পারে গাড়ির এক্স শোরুম প্রাইস। অন রোড প্রাইসের ক্ষেত্রে আরও বাড়বে গাড়ির দাম। ভারতে Maruti Ignis, Mahindra KUV100,Nissan Magnite Renault Kiger-এর সঙ্গে প্রতিযোগিতা হবে এই গাড়ির।


কমপ্যাক্ট সাইজের মধ্যে বহু সুরক্ষার ফিচার
মাইক্রো এসইভি গাড়ি হলেও যাত্রী সুরক্ষার দিকে থেকে অনেককেই পিছনে ফেলে দেবে Tata Punch।  এই গাড়িতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল মোড ছাড়াও এবিএস, ইবিডি। ১৮৭ এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। টাটার ALFA-ARC আর্কিটেকচারে তৈরি হয়েছে এই এসইউভি। 


Global NCAP-এ ৫ স্টার রেটিং 
যাত্রী সুরক্ষার পরীক্ষায় ৫ স্টার রেটিং পেয়েছে টাটা পাঞ্চ(Tata Punch। গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ এই রেটিং পেয়েছে টাটার মাইক্রো এসইউভি গাড়ি। এর আগে টাটার (Tata Nexon) এসইউভি নেক্সন(Global NCAP)-এ ৫ স্টার রেটিং পেয়েছিল। ২০১৮ সালে এসেছিল এই রেটিং। ২০২০ সালেও গাড়ির সুরক্ষায় ৫ স্টার রেটিং পায় টাটার হ্যাচব্যাক Altroz। এবার সেই তালিকায় নাম লেখাল Tata Punch SUV। পরীক্ষায় প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৫ স্টার পেয়েছে এই গাড়ি। তবে ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৪ স্টার রেটিং। 
 
চারটে ভ্যারিয়েন্ট লঞ্চ করবে টাটা- 'Personas', namely, Pure, Adventure Persona এই ভ্যারিয়েন্টে আগামী দিনে পাওয়া যেতে পারে টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি। যার মধ্যে টাটা পাঞ্চ 'পিওর'-এ থাকবে ১৫ ইঞ্চির হুইল ও দুটো এয়ারব্যাগ।Adventure Persona-য় থাকবে স্টিয়ারিংয়ের মধ্যে নিয়ন্ত্রণের সুবিধা। সামনের ও পিছনের দিকে থাকছে পাওয়ার উইনডো। পাশাপাশি এই ভ্যারিয়েন্টে থাকবে রিমোট লকিং সিস্টেম। 


Tata Punch-এর রং- মাইক্রো এসইউভি হলেও গাড়ির রঙে প্রতিয়োগীদের মাত দিতে পারে টাটা পাঞ্চ। অরকাস হোয়াইট, অ্যাটমিক অরেঞ্জ, ডেটোনা গ্রে, মিটিয়র ব্রোঞ্জ, ক্যালিপসো রেড, ট্রপিক্যাল মিস্ট ও টরনেডো ব্লু এই সাত  রঙে আসতে চলেছে টাটার নতুন গাড়ি। এ ছাড়াও গাড়িতে থাকবে ডুয়েল টোন ফিনিশের অপশন। চাইলে সেই দিকে ঝুঁকতে পারেন ক্রেতারা।


টাটা পাঞ্চের ডিজাইন ল্যাঙ্গোয়েজ (Tata Punch design language)
টাটার এই নতুন এসইউভিতে ALFA-ARC (Agile Light Flexible Advanced Architecture) দিয়েছে কোম্পানি। যা শহরের রাস্তাঘাটে চলার পাশাপাশি হাইওয়েতেও গাড়িকে ভালো গ্রিপ দেবে। টাটার ইমপ্যাক্ট ২.০ ডিজাইন ল্যাঙ্গোয়েজে তৈরি করা হয়েছে এই গাড়ি। সম্প্রতি টাটা হ্যারিয়ার তৈরি করা হয়েছিল ওই একই প্লাটফর্মে। দেখতে টাটা নেক্সনের মতো হলেও ফ্ল্যাট বনেট দেওয়া হয়েছে পাঞ্চে।হ্যারিয়ারের মতো এলইডি ডিআরএলস ছাড়াও চওড়া বনেট রয়েছে গাড়ির। ফলে সাইজেছোট হলেও এর 'রোড প্রেজেন্স' থাকবে সাব কমপ্যাক্ট এসইউভিগুলোর মতো।  


আরও পড়ুন Maruti Suzuki Jimny: মহিন্দ্রা থারের সঙ্গে হবে 'টক্কর', জিমনির টিজার ছাড়ল মারুতি


আরও পড়ুন : Tata Punch: আশ্বস্ত হবেন ক্রেতা, সুরক্ষার পরীক্ষায় এই নম্বর পেল পাঞ্চ


আরও পড়ুন : Audi Q5 Launch : ভারতে প্রোডাকশন শুরু, কবে লঞ্চ হবে এই প্রিমিয়াম এসইউভি ?


আরও পড়ুন : Bajaj Pulsar 250 আসছে বাজারে, জেনে নিন কী থাকছে নতুন ফিচারস