দুবাই: ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে রোমহর্ষক লড়াই। আগামী রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে বরাবরই ২ দেশের লড়াইয়ে শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া। প্রস্তুতি ম্যাচে ২ দলই জয় পেয়েছে। তাই বিশ্বকাপের মূলপর্বে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস কাজ করবে ২ দলের মধ্যে।  


২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ২ দল কুড়ির ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। ডারবানে হওয়া বিশ্বকাপের গ্রুপ লিগে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচটি যদিও টাই হয়েছিল। বোল আউটে সেই ম্যাচে ৩-০ তে জয় পেয়েছিল ভারত। এরপর টুর্নামেন্টের ফাইনালেও ২ দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে শেষ ওভারে জিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় টিম ইন্ডিয়া। এরপরও একাধিক বার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ২ দল আমনে-সামনে হয়েছে। একবার মাত্র জয় পেয়েছে এই ফর্ম্যাটে পাকিস্তান। যদিও তা বিশ্বকাপের মঞ্চে নয়।


ভারত তাঁদের প্রস্তুতি ম্যাচে প্রথমে ইংল্যান্ড ও পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। তবে পাকিস্তান অবশ্য প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছে বাবর আজমের দল। ভারতীয় দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কে এল রাহুল, ঈশান কিষাণের মতো তরুণদের ফর্মে থাকা। 


 


কখন ও কোন সময়ে ভারত বনাম পাকিস্তান টি ২০ বিশ্বকাপের ম্যাচ শুরু হবে?


 


রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে। 


 


কোথায় ভারত বনাম পাকিস্তান টি ২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে?
এই ম্যাচ খেলা হবে দুবাইতে। 


 


কোন চ্যানেলে এই ম্যাচের সম্প্রচার হবে?


 


ভারত ও পাকিস্তানের এই ম্যাচের সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। 


 


কোথায় দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং?


 


এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে।


আরও পড়ুন: রবিবার পাকিস্তানে কতগুলো টিভি বিক্রি হবে? খোঁচা সহবাগের