নয়াদিল্লি: ভারত বনাম পাকিস্তান লড়াই মানেই আলাদা উত্তেজনা কাজ করা। ক্রিকেটের চিরন্তন যুদ্ধের মধ্যে পড়ে ২২ গজে ২ প্রতিবেশী দেশের লড়াই। আগামী রবিবারও ২ দেশ মুখোমুখি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নিজেদের প্রথম ম্যাচে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে বরবরাই এগিয়ে ভারতীয় দল। কুড়ির বিশ্বকাপেও ২ দলের সাক্ষাতে বারবার ভারতের বিরুদ্ধে কুপোকাত হয়েছে পাকিস্তান। 


ভারত-পাকিস্তান মহারণ মানেই আলাদা আবেগ কাজ করে। এর আগে এমন ছবি বারবার দেখা গিয়েছে যে ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তানের সমর্থকরা টিভি ভাঙছেন। এভার সেই বিষয়েই একটি মজার পোস্ট করেছেন বীরেন্দ্র সহবাগ। সোশ্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় প্রাক্তন ভারতীয় ওপেনার প্রশ্ন করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'কু' তে। সেখানে তিনি প্রশ্ন করেছেন যে, রবিবার পাকিস্তানে কত টিভি বিক্রি হবে? ৪টে অপশনও দিয়েছেন তিনি। একবার নিজেই দেখে নিন সহবাগের পোস্টটি। 


 






বিশ্বকাপে পাকিস্তান এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে জয় পায়নি। সীমিত ওভারের ২ ফর্ম্যাটের বিশ্বকাপে প্রতিবারই পাক বধ করেছে টিম ইন্ডিয়া। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হওয়ার আগে ভারত ও পাকিস্তানের সব ক্রিকেট বিশেষজ্ঞরাই মেনে নিয়েছেন যে বিরাটরাই রবিবারের ম্যাচে পাকিস্তানের থেকে এগিয়ে মাঠে নামবে। এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রােল বোর্ডের সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 


দুবাইয়ে এবিপি নিউজের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে সৌরভ বলেন, 'আমার মনে হয় ভারতীয় দল এবারও অপরাজিতই থাকবে পাকিস্তানের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ১২ ম্যাচে বিশ্বকাপের মঞ্চে জয় পেয়েছে ভারতীয় দল। আমার মনে হয় সংখ্যাটা এবার ১৩-০ হয়ে যেতে পারে। এই দলের সবাই ম্যাচ উইনার। দুর্দান্ত প্লেয়ার। আমি আশাবাদী যে গত ১০ বছর ধরে বিশ্বকাপ জয়ের যে অপেক্ষা আমরা করছি, তার এবার অবসান হবে।' সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কিংবদন্তি কপিল দেবও। তিনি বলেন, 'আমার মনে হয় এই টুর্নামেন্টটা জসপ্রীত বুমরার হবে। ওঁর এই টুর্নামেন্টে বল হাতে উইকেট নিয়ে দেশকে জেতানো উচিত ট্রফি। পাকিস্তান ম্যাচেও ওঁই তফাৎ গড়ে দিতে পারে।'