দুবাই: সাংবাদিক বৈঠকে এসে তাঁর উত্তেজিত হয়ে পড়ার ছবি আগেও দেখা গিয়েছে। নিজের পছন্দসই প্রশ্ন না হলেই তেল বেগুনে জ্বলে ওঠেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে আগে। তবে বয়স যত বেড়েছে ধীরে ধীরে পরিণত হয়েছেন তিনি। আগের মতো এখন আর সেভাবে উত্তেজিত হন না। তবে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর যেন ফের একবার সাংবাদিক বৈঠকে উত্তেজিত হয়ে গেলেন কোহলি। 


রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে রোহিত শর্মা তাঁর প্রথম বলেই লেগবিফোর হয়ে ফির যান। শাহিন আফ্রিদির বলে আউট হয়ে ফেরেন তিনি। সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল যে, রোহিত শর্মার পরিবর্তে ঈশান কিষাণকে খেলানো উচিত ছিল কিনা। সেই প্রশ্নের উত্তরেই বিরাট বলেন, ''আপনি কি বিতর্ক চাইছেন ? আপনার মতে রোহিতকে ড্রপ করে দেব ? বিতর্ক চাইলে আগের থেকে বলবেন, সেইমতো তৈরি হয়ে আসব ৷  রোহিত আগের ম্যাচে কী খেলেছে দেখেছেন? আপনি বলুন কাকে নামানো উচিৎ?''


 






রবিবার ভারতের ১৫১ রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ১৭.৫ ওভারে জয়ের রান তুলে নিল পাকিস্তান। এবং কোনও উইকেট না হারিয়ে। এই প্রথম কোনও টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটে হারল ভারত। পাক অধিনায়ক বাবর আজম ৫২ বলে ৬৮ রানে অপরাজিত রইলেন। ৫৫ বলে অপরাজিত ৭৯ রান করলেন মহম্মদ রিজওয়ান।



ভারতীয় ওপেনার জুটি বড় রান করতে পারেননি ম্যাচে। তবে ব্যাট হাতে স্বমহিমায় ছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। ৪৯ বলে ৫৭ রান করে ভারতীয় ইনিংসের ঊনিশতম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে তিনি যখন কট বিহাইন্ড হয়ে ফিরলেন, প্রাথমিক চাপ কাটিয়ে লড়াই করার মতো স্কোর তুলে ফেলেছে ভারত। শেষ পর্যন্ত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৫১/৭। কিন্তু সেই রান হেসেখেলে তুলে দেয় পাকিস্তান। ভারতের আগামী ম্যাচ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে আগামী ৩১ অক্টোবর। 



কিন্তু হারের পরও বিরাট কোহলি মনে করেন যে ভারতীয় দল এখান থেকেই ঘুরে দাঁড়াবে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হারের পর ভারত অধিনায়ক বলেন, 'আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে। শুরুতেই তিন উইকেট হারালে কাজ কঠিন হয়েই যায়। শিশির পড়বে জানাই ছিল। ব্যাট হাতে পেশাদারদের মতো খেলল পাকিস্তান। যত সহজে ওদের ব্যাটার খেলেছে, এই পিচে খেলা ততটা সহজ ছিল না। আরও ১০, ২০ রান দরকার ছিল আমাদের। কিন্তু পাকিস্তানের দুর্দান্ত বোলিং আমাদের সেটা করতে দেয়নি।'