মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে ঢুকে পড়তে পারেন শার্দুল ঠাকুর। বিশ্বকাপের জন্য ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন মুম্বইয়ের হয়ে এই তারকা বোলার। হার্দিক পাণ্ড্যর বদলি হিসেবে তাঁকে দেখা দলে নেওয়া হতে পারে। বিশ্বকাপের স্ট্যান্ডবাই হিসেবে শ্রেয়স আইয়ার, দীপক চাহারের সঙ্গে তালিকায় রয়েছেন শার্দুল ঠাকুরও। 


এই মুহূর্তে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন শার্দুল। ধোনির দলের তারকা পেস বোলার দলের সর্বাধিক উইকেট শিকারি এবারের টুর্নামেন্টে। মোট ১৩ ম্যাচে এখনও পর্যন্ত ১৫ উইকেট তুলে নিয়েছেন। চেন্নাইয়ের হয়ে এবার উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ডোয়েন ব্র্যাভো (১২ উইকেট) ও দীপক চাহার (১২ উইকেট)। 


অন্যদিকে চোট সারিয়ে ২২ গজে ফিরলেও এখনও পর্যন্ত বল হাতে দেখা যায়নি হার্দিক পাণ্ড্যকে। এক সাক্ষাৎকারে হার্দিক বলেন, 'ব্যাটে রান পাওয়াটা খুব দরকার যখন দল জেতে। দলের জন্য রান করাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।' এরপর হার্দিকের বোলিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানেই তিনি বলেন, 'খুব তাড়াতাড়িই তা হবে। আমাকে দেখা যাবে হয়ত বল করতে। প্রস্তুতি পুরোদমে চলছে।' কিছুদিন আগেই মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে বলেছিলেন যে যদি হার্দিক বল করে, তাহলে তাঁর ব্যাটিংয়ে সমস্যা তৈরি হতে পারে। এবার হার্দিকের কথা থেকে এটা পরিষ্কার যে এখনও বোলিং করার মতো ফিট হয়ত তিনি নন। সেই জন্যই শুধু ব্যাট হাতেই দেখা যাচ্ছে তাঁকে। আর এই বিষয়টিই ভাবতে বাধ্য করছে বিসিসিআইকে। যদি বোলার হার্দিককে না পাওয়া যায়, তবে তাঁকে আরও কিছুদিন বিশ্রাম দেওয়া হতে পারে। সেই ভাবনা থেকেই হয়ত ফর্মে থাকা শার্দুলকে প্রথম ১৫-তে সুযোগ দেওয়া হতে পারে। কারণ শার্দুলের ব্যাটের হাতও বেশ ভাল। 


ভারতীয় দলে ৩ ফর্ম্যাটেই হঠাৎ করেই বোলিং বিভাগের তারকা হয়ে উঠেছেন শার্দুল ঠাকুর। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির অনুপস্থিতিতে যে ভারতীয় দল সিরিজ জিতেছিল, সেই দলেরও অংশ ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেট, আইপিএলে ভাল পারফর্মের পুরস্কার স্বরূপ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডেও এবার ঢুকে পড়তে পারেন ভারতীয় দলের 'লর্ড' শার্দুল।