কলকাতা: নিজেদের নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন গীতিকার-সঙ্গীত পরিচালকদ্বয় প্রান্তিক চক্রবর্তী ও পিয়া চক্রবর্তী। বেশ কয়েক বছর ধরেই বাংলা সিনে দুনিয়ায় সঙ্গীত পরিচালনার কাজ করছেন প্রান্তিক-পিয়া। একইসঙ্গে গানও লেখেন তাঁরা। বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজে কাজ করার সঙ্গেও নিজস্ব কিছু করার ইচ্ছে ছিল বহুকালই। এবার সেই কাজই শুরু করছেন এই সুরেলা দম্পতি। 


২০১৭ সালে সায়ন্তন ঘোষাল পরিচালিত 'যকের ধন' ছবির হাত ধরেই সিনেজগতে কাজ শুরু এই দম্পতির। এরপর একে একে বিভিন্ন বাংলা ছবিতে, যেমন 'আলিনগরের গোলকধাঁধা', 'নেটওয়ার্ক', 'জম্বিস্তান' ইত্যাদিতে গীতিকার ও সঙ্গীত পরিচালনার কাজ করেছেন তাঁরা। কাজ করেছেন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর 'ব্যোমকেশ' ও 'ডার্ক ওয়েব' সিরিজেও। এছাড়াও 'অসমাপ্ত', 'এ সানডে'-এর মতো জনপ্রিয় স্বল্প দৈর্ঘ্যের ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন প্রান্তিক ও পিয়া।


শুধু বিভিন্ন বড় ব্যানারের হয়েই নয়, স্বাধীনভাবে গান রচনা ও সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন। 'প্রলয়ের স্রোতে', 'সামিয়ানা', 'আদর নামের মেঘ' ইত্যাদি নাম উল্লেখযোগ্য। 


আগামী ৯ অক্টোবর নিজেদের ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন প্রান্তিক চক্রবর্তী ও পিয়া চক্রবর্তী। চ্যানেলের নাম 'প্রান্তিক অ্যান্ড পিয়া'। মুক্তি পাবে তাঁদের প্রথম মিউজিক ভিডিও 'কথা দিলাম'।


 






প্রান্তিক চক্রবর্তীর কথায়, 'নতুন ট্যালেন্টদের খুঁজে বের করা এবং তাঁদের কাজ জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য আমাদের। আমাদের চ্যানেলে শুধুমাত্র অরিজিন্যাল কাজই পাওয়া যাবে, এবং অবশ্যই বিভিন্ন ঘরানার কাজ থাকবে।' তাঁদের প্রথম মিউজিক ভিডিও 'কথা দিলাম' একটি প্রেমের গান।