দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের 'এক্স' ফ্যাক্টর মনে করা হচ্ছিল তাঁকে। গত বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিল তাঁর চওড়া ব্যাট। তারপর থেকেই জোরাল হয়েছিল তাঁকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার দাবি। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর ওপর ভরসা করেছিলেন নির্বাচকেরা।
সেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আচমকাই পিঠের ব্যথায় কাবু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মরণ-বাঁচন ম্যাচে খেলতে পারলেন না মুম্বইয়ের তারকা। দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল যে, পিঠের ব্যথায় (back spasm) এতটাই কাবু সূর্যকুমার যে, টিমহোটেল ছেড়ে বেরতেই পারেননি। ফলে ভারতীয় ড্রেসিংরুমেও গরহাজির তিনি। মাঠেই আসতে পারেননি। ভারতীয় দলের মেডিক্যাল ইউনিট তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে। সূর্যর পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছেন ঈশান কিষাণ। যিনি মুম্বই ইন্ডিয়ান্সে সূর্যর সতীর্থও।
তবে মাঠে না গেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না সূর্যকুমার। দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, টিমহোটেলে নিজের রুমেই বিশ্রামে রয়েছেন সূর্যকুমার। আর টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন। ম্যাচের প্রত্যেকটি খুঁটিনাটি মুহূর্ত দেখছেন তিনি।
কতটা আশঙ্কার এই চোট? ভারতীয় শিবির থেকে জানানো হল যে, বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠতে পারেন সূর্যকুমার। সঙ্গে ফিজিওথেরাপিও চলছে। দেওয়া হচ্ছে সেঁক। দ্রুত তাঁকে মাঠে দেখার আশা করছে টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: মা তখন ভেন্টিলেশনে, মাঠে পাকিস্তানকে জিতিয়েছিলেন বাবর আজম
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই ধাক্কা সামলে এবার জয়ের সরণিতে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার বিরাট কোহলিদের সামনে নিউজিল্যান্ড। কিউয়িরাও তাঁদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হেরেছে। ফলে ২ দলের কাছেই এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত দুই দলের সাক্ষাতে এগিয়ে নিউজিল্যান্ড। এই মঞ্চে কোনওবার কিউয়িদের হারাতে পারেনি ভারত। এছাড়াও সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখেও নিউজিল্য়ান্ড এগিয়ে। কারণ ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ও এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে। এই গ্রুপে যে ৬ দল রয়েছে, তাদের মধ্যে ২টো দল পরের রাউন্ডে যাবে। পাকিস্তান তাদের ৩ ম্য়াচের মধ্যে ৩ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। ফলে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই পরের গ্রুপে যাওয়ার সম্ভাবনা কার্যত পাকা তাদের। বাকি একটি জায়গার জন্য মূলত লড়াই হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্য়ে।