শারজা: টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে পাকিস্তান। পরপর ৩ ম্যাচে জিতে নিয়েছে তারা। সেমিতে জায়গা করাও পাকা। ভারতের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করেছিল পাকিস্তান। সেই ম্যাচে অধিনায়কোচিত ইনিংস খেলেছিলেন বাবর আজম। কিন্তু যেই সময় বাবর মাঠে নেমেছিলেন, সেই সময় তাঁর মা ছিলেন ভেন্টিলেশনে। তাঁর মায়ের একটি সার্জারি হয়েছিল, তার জন্যই হাসপাতালে ভর্তি ছিলেন বাবরের মা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই ঘটনার কথাই জানিয়েছেন বাবরের বাবা আজম সিদ্দিকি।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে নিজের সঙ্গে বাবর ও তাঁর মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে আজম সিদ্দিকি লিখেছেন, 'পরপর ৩ ম্যাচে জয়। অভিনন্দন পাক দলকে। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচের দিন আমাদের বাড়িতেও একটা লড়াই চলছিল। যা সবার এখন জানা উচিত। সেদিন বাবরের মা ভেন্টিলেশনে ছিলেন।' পরিবারের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন ‘তিনটি ম্যাচেই বাবর অসম্ভব মানসিক চাপ নিয়ে খেলে। আমি নিজেও দুবাই আসতে চাইনি। তবে এসেছিলাম তার কারণ বাবর যাতে দুর্বল না হয়ে পড়ে। সবার কৃপাতে এখন ভালো রয়েছেন বাবরের মা।’
ভারতের বিরুদ্ধে ম্যাচে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বাবর আজম। সেই ম্যাচে গ্যালারিতেও উপস্থিত ছিলেন তাঁর বাবা। ম্যাচে ভারতকে হারানোর পর কেঁদে ফেলেছিলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। ভারত, নিউজিল্যান্ডজের পর এবার আফগানিস্তান। টি২০ বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জিতে সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা করে ফেলল পাকিস্তান। পাক টিম কতটা ছন্দে সেটা বোঝা যায় এই ম্যাচে তাদের জয়ের ছন্দেই। রান তাড়া করতে নেমে করিম জানাটের ১৯ তম ওভারে ৪টে বিশাল ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের দাপুটে জয় নিশ্চিত করলেন ম্যাচ সেরা আসিফ আলি। মাত্র ৭ বলে ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান তাঁর। যার সুবাদে পাকিস্তান বিশ্বকাপের গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারাল ৫ উইকেটে। আর টানা তৃতীয় জয়ের সুবাদে সেমিফাইনালের রাস্তা কার্যত পাকা করে ফেলল বাবর বাহিনী।