দুবাই: বিশ্বকাপের মঞ্চে অপরাজিত থাকার রেকর্ড আর অক্ষত থাকল না। পাকিস্তানের বিরুদ্ধে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ১০ উইকেটে হারতে হয়েছে। খাতায়-কলমে এগিয়ে থাকা কোহলি ব্রিগেডকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে বাবর আজমের দল। আর হারের পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় বিদ্রুপের শিকার হতে হয় বিরাট কোহলি ও ভারতীয় দলকে। একের পর এক মিম তৈরি করা হয়।
ভারত-পাকিস্তান মহারণ বরাবর আলাদা একটা মাত্রা যোগ করে। আর তা যদি হয় বিশ্বকাপের মঞ্চ, তবে তো কথাই নেই। এর আগে পাকিস্তান হারলেও একাধিক মিম তৈরি করা হয়েছে বহুবার। এবার ভারতের হারের পর থেকেই পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় বিরাটের ছবি পোস্ট করে বিভিন্নভাবে ট্রোল করা চেষ্টা করেছেন।
ভারতীয় ওপেনার জুটি বড় রান করতে পারেননি ম্যাচে। তবে ব্যাট হাতে স্বমহিমায় ছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। ৪৯ বলে ৫৭ রান করে ভারতীয় ইনিংসের ঊনিশতম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে তিনি যখন কট বিহাইন্ড হয়ে ফিরলেন, প্রাথমিক চাপ কাটিয়ে লড়াই করার মতো স্কোর তুলে ফেলেছে ভারত। শেষ পর্যন্ত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৫১/৭। কিন্তু সেই রান হেসেখেলে তুলে দেয় পাকিস্তান। ভারতের আগামী ম্যাচ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে আগামী ৩১ অক্টোবর।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হারের পর ভারত অধিনায়ক বলেন, 'আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে। শুরুতেই তিন উইকেট হারালে কাজ কঠিন হয়েই যায়। শিশির পড়বে জানাই ছিল। ব্যাট হাতে পেশাদারদের মতো খেলল পাকিস্তান। যত সহজে ওদের ব্যাটার খেলেছে, এই পিচে খেলা ততটা সহজ ছিল না। আরও ১০, ২০ রান দরকার ছিল আমাদের। কিন্তু পাকিস্তানের দুর্দান্ত বোলিং আমাদের সেটা করতে দেয়নি।'