কলকাতা: পুজোর পর করোনা সংক্রমণ বাড়তেই শুরু হয়েছে কড়াকড়ি। করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তেই পরিস্থিতি সামলাতে কোমর বেঁধে নামল প্রশাসন। রাত ১১টার পর কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশের নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে নথি পরীক্ষা, জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মীরা। মাস্ক না পরায় চলে ধরপাকড়।


রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা একলাফে প্রায় হাজার ছুঁইছুঁই। এই প্রেক্ষাপটে সমস্ত জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকের পর কোভিড বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। রাজ্যের প্রশাসনিক দফতরের তরফে সাফ বার্তা, রাত্রিকালীন বিধিনিষেধে বিন্দুমাত্র ছাড় দেওয়া চলবে না। করোনা বিধি শিকেয় তুলে দুর্গাপুজোয় বাঁধনভাঙা উচ্ছ্বাসের মাশুল যে দিতে হবে, তা নিয়ে চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, সতর্ক করেছিলেন সকলেই।


আরও পড়ুন, ব্রিটেনে প্রাপ্ত ডেল্টার আরেক সংক্রমক রূপ ভারতেও, ৭ জনের দেহে মিলল ওই প্রজাতি, বাড়ছে আতঙ্ক


জুলাইয়ের পর শনিবার রাজ্যে প্রথম এক হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ। এদিকে এই পরিস্থিতিতে ফের কনটেনমেন্ট জোন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল নবান্ন। ইতিমধ্যেই কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ড। বাসিন্দাদের সতর্ক করতে মাইকে চলছে প্রচার। বাজার এলাকায় ঘুরে প্রচার করছেন পুরসভার কর্মীরা। মাস্ক না পরলে জরিমানা আদায় করছে চন্দননগর কমিশনারেট। করোনা আক্রান্ত পরিবারকে সহযোগিতা করার পাশাপাশি, এবার কনটেনমেন্ট জোনে সতর্কতামূলক প্রচারেই জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তরপাড়া-কোতরং পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান দিলীপ যাদব।


উৎসবের আবহে আরামবাগ পুর এলাকায়, বাড়ছে করোনার সংক্রমণ। ১, ৩, ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হল। পুরশুড়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতকেও কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। হুগলির ১২টি ব্লকের, ২৬টি গ্রাম পঞ্চায়েত এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। 


আরও পড়ুন, রাজ্যে খোঁজ মিলেছে নতুন প্রজাতি 'প্লাজমোডিয়াম ওভাল' ম্যালেরিয়ার, আক্রান্ত বেলডাঙার যুবক, সন্দেহ


অন্যদিকে, করোনার নয়া নির্দেশিকায় বলা হয়েছে, রাত সাড়ে ১০টার পরে খোলা রাখা যাবে না রেস্তোরাঁ-পানশালা। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি থাকবে। ৫০ শতাংশ আসন ফাঁকা রেখেই রেস্তোরাঁ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে কলকাতার সমস্ত থানাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে।


রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮২৮ জন। সরকারি হিসেব অনুযায়ী কলকাতায় একদিনে আক্রান্ত ২৭৩ জন, মৃত ২ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৪৬ জন, মৃত ২ জন।