মুম্বই : এবার ক্রিকেট বিশ্বকাপের মজা বড় পর্দায়। আসন্ন টি২০ বিশ্বকাপের ম্যাচ লাইভ সম্প্রচারের স্বত্ত্ব পেয়েছে তারা। এমনই দাবি করল একটি মাল্টিপ্লেক্স চেন। আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ।


এক প্রেস বিবৃতিতে সংশ্লিষ্ট সংস্থার তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। যে চুক্তি অনুযায়ী, তারা টি২০ বিশ্বকাপ(পুরুষ)-এর ভারতের ম্যাচগুলির লাইভ সম্প্রচার করবে। এর পাশাপাশি দেখাবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলি।


আরও পড়ুন ; টি ২০ বিশ্বকাপে দু'বছর পর মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান


নয়া দিল্লি, মুম্বই, পুণে ও আমেদাবাদ সহ দেশের ৩৫-টির বেশি শহরে ৭৫টি সিনেমা হলে ম্যাচগুলি দেখানো হবে। সংস্থার সিইও গৌতম দত্ত বলেছেন, আইসিসি-র সঙ্গে চুক্তি করতে পেরে তাঁরা আনন্দিত। কারণ তাঁরা বিশ্বাস করেন, এই দেশে ক্রিকেট ও সিনেমা এক অপরের পরিপূরক। বড় পর্দা টি২০ বিশ্বকাপের কভারেজে অন্যরকম সুবিধা দেবে। ভারতে ক্রিকেট ও সিনেমা একে অপরের পরিপূরক। কারণ, এই দুটি এখানে 'ধর্মের' মতো যা দেশকে একসূত্রে বেঁধেছে।


আরও পড়ুন ; টি ২০ বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণায় চমক, মেন্টর হিসেবে থাকছেন ধোনি


অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হবে টি২০ বিশ্বকাপ প্রতিযোগিতা। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজা স্টেডিয়াম এবং ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি হবে। এদিকে এই প্রতিযোগিতায় একই গ্রুপে রাখা হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তানকে। ২ বছর পর ক্রিকেটের ময়দানে ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। টি-২০ ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্যায়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ২ নম্বর গ্রুপে রাখা হয়েছে দুটি দলকে।