অ্যাডিলেড: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই ভারতের তারকা ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। ৩৪-এ পা দেবেন বিরাট। তাঁর জন্মদিন ঘিরে স্বাভাবিকভাবেই অনুরাগীরদের উন্মাদনার অন্ত নেই। বিরাটের সতীর্থরাও নিশ্চয়ই তাঁকে শুভেচ্ছা জানাবেন। সেই শুভেচ্ছা জানানোর পর্ব জন্মদিনের আগেরদিনই শুরু হয়ে গেল গ্লেন ম্যাক্সওয়েলের হাত ধরে।


শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া দল। চার রানে সেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচে ৫৪ রানের দুরন্ত ইনিংসে ম্যাচ সেরার পুরস্কারও পান ম্যাক্সওয়েল। ম্যাচ শেষ হওয়ার পরেই তিনি এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে তাঁর জন্মদিনের জন্য আগাম শুভেচ্ছাবার্তা পাঠান। বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সতীর্থ বলেন, 'আমি আমার এক খুব খুব কাছের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। বিরাট কোহলি, আশা করছি তোমার দিনটা দারুণ কাটবে। যদিও আমি এরপরেও তোমায় এমনিতেই মেসেজ করব। তাও আগেভাগেই শুভেচ্ছা জানালাম। জন্মদিন উপভোগ কর বন্ধু।' 


 






 


 


নেতৃত্ব ছাড়লেন নবি


মঙ্গলবার, ৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার রানে পরাজিত হয় আফগানিস্তান দল (AUS vs AFG)। ব্যাট হাতে রশিদ খানের মরিয়া লড়াইও আফগানদের ম্যাচ জেতাতে পারেননি। এই হারের ফলে আফগানিস্তান দলের বিশ্বকাপ অভিযানও সমাপ্ত হয়েছে। এই হারের পরপরেই আফগান দলের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিলেন মহম্মদ নবি (Mohammad Nabi)। 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মাত্র কিছুক্ষণ পরেই নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আফগানিস্তানের সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন নবি। নির্বাচকদের সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ করে তিনি লেখেন, 'বিশ্বকাপে এমন পারফরম্যান্স আমরা বা আমাদের সমর্থকরা কেউই আশা করেননি। ম্যাচগুলির ফলাফল নিয়ে আমরাও হতাশ। এক বড় টুর্নামেন্টের আগে যেমন প্রস্তুতির প্রয়োজন, বিগত বছরে আমরা তেমনভাব নিজেদের প্রস্তুত করতে পারিনি। বিগত কয়েকটি সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচন কমিটি ও আমার মধ্যে মতবিরোধও হয়, যার সরাসরি প্রভাব দলের পারফরম্যান্সে পড়েছে। সেই কারণেই আমি এখনই অধিনায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে দলের যতদিন আমায় প্রয়োজন ততদিন পর্যন্ত আমি দলের হয়ে খেলা চালিয়ে যাব।'


আরও পড়ুন: কোন অঙ্কে সেমিফাইনালে পৌঁছতে পারে পাকিস্তান? রোহিতদের শেষ চারের টিকিট কি পাকা?