দুবাই: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে। আগামী বছর ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। ১৩ নভেম্বর ফাইনাল আয়োজিত হবে। মোট ৭টি ভেন্যুতে খেলা হবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে সুপার ১২ তে খেলার জন্য যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচ খেলতে হবে। এছাড়া মোট ৪৫টি ম্যাচ খেলা হবে আগামী বছরের বিশ্বকাপে। যেই ৭টি ভেন্যু বেছে নেওয়া হয়েছে টুর্নামেন্টের জন্য সেগুলো হল - ব্রিসবেন, পারথ, সিডনি, অ্যাডিলেড, গিলং, মেলবোর্ন, হোবার্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা হবে মেলবোর্নে। ২টাে সেমিফাইনাল খেলা হবে অ্যাডিলেড ও পারথ স্টেডিয়ামে। টুর্নামেন্টের প্রধান ক্রিস টিটলে এক বিবৃতিতে জানিয়েছেন, '১২টি দল এরমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। এছাড়াও বাকি আর কোন কোন দল আসতে চলেছে, তা দেখার। আমরা অস্ট্রেলিয়ায় আইসিসি ইভেন্ট ফিরিয়ে আনতে চেয়েছিলাম। সেই মতো আমরা খুব আনন্দিত এটা ঘোষণা করতে পেরে যে আগামী বছর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হতে চলেছে।' ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। কিন্তু কোভিডের জন্য তা পিছিয়ে গিয়েছিল।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

বিশের মঞ্চে এই প্রথম বিশ্বসেরা (T20 World Cup)। বিশ্বজয়ের পর দুবাইয়ে উদ্দাম সেলিব্রেশনে মাতলেন অজিরা। শ্যাম্পেনে-বিয়ারে একে-অপরকে স্নান করালেন অস্ট্রেলিয়ার (Australia) ক্রিকেটাররা। তবে এসবের মাঝেও সোশ্যাল মিডিয়া জুড়ে হঠাৎই চর্চায় ম্যাথু ওয়েড (Matthew Wade) ও মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) আজব এক সেলিব্রেশন। যার পোশাকি নাম 'সুই' সেলিব্রেশন ('Shoey' Celebration)। কী এই সেলিব্রেশন! এক্ষেত্রে মদ্যপানের পাত্র পায়ে পরা জুতো। হঠাৎ করেই পায়ের জুতো খুলে তাতে সুরা ঢেলে পান করাটাই সুই সেলিব্রেশন।

অস্ট্রেলিয়ার ফর্মুলা ওয়ার ড্রাইভার ড্যানিয়েল রিকার্ডো (Daniel Ricciardo) আমদানি করেছিলেন সুই সেলিব্রেশনের। ২০১৬ জার্মান গ্রাঁ প্রি-তে তাঁর আমদানি করা সেলিব্রেশন আপাতত তাঁর সিগনেচার মুভ। রেসিং দুনিয়ায় যে সেলিব্রেশন এতটাই বিখ্যাত যে লুইস হ্যামিল্টন (Lewis Hamilton) পর্যন্ত ড্যানিয়েলের মতোই জুতোয় শ্যাম্পেন ঢেলে মেতেছিলেন সুই-তে। এবার অজি ক্রিকেটারদের হাত ধরে ক্রিকেটের মঞ্চেও আমদানি হল যে আজব সেলিব্রেশন। উল্লেখ্য, পঞ্চাশ ওভারের ক্রিকেটের মঞ্চে পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও টি২০ ক্রিকেটে এই প্রথমবার বিশ্বসেরার তকমা হাসিল করেছেন অজিরা।