দুবাই: জল্পনা ছিলই। অবশেষে শুক্রবার এল সিলমোহর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ হবে ৯ জুন, নিউ ইয়র্কের এইসেনহোয়ার পার্কে।
শুক্রবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। গ্রুপ পর্বে ভারত তিনটি ম্যাচ খেলবে নিউ ইয়র্কে। একটি ম্যাচ হবে ফ্লোরিডায়। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ৮ জুন, বার্বাডোজে।
ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে ছিলেন ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথের সূচি জানার জন্য। যে ম্যাচকে মহারণ মনে করা হয়। ক্রিকেটপ্রেমীরা কৌতূহলের সঙ্গে অপেক্ষা করে থাকেন, কবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাইশ গজে একে অপরের মুখোমুখি হবে। আইসিসি-ও এই ম্যাচের প্রচার করতে থাকে। সম্প্রচারকারী চ্যানেলে বিজ্ঞাপন শুরু হয়, 'মওকা, মওকা...' টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ যে দুই দেশের দ্বৈরথই।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করবে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ়। ১ জুন শুরু হবে টুর্নামেন্ট। প্রথম ম্য়াচে আয়োজক দেশ আমেরিকা খেলবে কানাডার বিরুদ্ধে। ডালাসে হবে সেই ম্যাচ। ২৯ জুন ফাইনাল হবে বার্বাডোজে। দুটি সেমিফাইনাল হবে ২৬ ও ২৭ জুন। প্রথম সেমিফাইনাল হবে গায়ানায়। দ্বিতীয় সেমিফাইনাল হবে ত্রিনিদাদে।
মোট ৯টি মাঠে খেলা হবে ৫৫টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ়ের ৬টি কেন্দ্র ও আমেরিকার তিনটি কেন্দ্রে হবে ম্যাচ। ২০টি দলকে মোট চার গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, আয়ার্ল্যান্ড, কানাডা ও আমেরিকা। গ্রুপগুলি হল -
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ার্ল্যান্ড, কানাডা ও আমেরিকা
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান
গ্রুপ সি: নিউজ়িল্য়ান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউ গিনি
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। তারপর থেকে আর এই ট্রফি পায়নি টিম ইন্ডিয়া। আগামী বিশ্বকাপে ভারত তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে মার্কিন মুলুকে। সেখান থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করলে ভারতের ম্যাচ পড়বে ওয়েস্ট ইন্ডিজ়ে।
আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি করেও আফশোস অনুষ্টুপের, অভিষেকেই উজ্জ্বল সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে