দুবাই: জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। বিশ্বকাপের আসর বসছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ে। ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই মুখিয়ে রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। কবে প্রকাশিত হবে বিশ্বকাপের সূচি?


সূত্রের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি মোটামুটিভাবে তৈরিই করে রেখেছে আইসিসি (ICC)। আগামী সোমবার সূচি প্রকাশ করতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।


ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন আর একটি ম্যাচের জন্য। ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথের জন্য। যে ম্যাচকে মহারণ মনে করা হয়। ক্রিকেটপ্রেমীরা কৌতূহলের সঙ্গে অপেক্ষা করে থাকেন, কবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাইশ গজে একে অপরের মুখোমুখি হবে। আইসিসি-ও এই ম্যাচের প্রচার করতে থাকে। সম্প্রচারকারী চ্যানেলে বিজ্ঞাপন শুরু হয়, 'মওকা, মওকা...' টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ যে দুই দেশের দ্বৈরথই।


শোনা যাচ্ছে,  ৯ জুন হতে পারে ভারত-পাক মহারণ। নিউ ইয়র্কে হতে পারে সেই ম্যাচ। সূত্রের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হচ্ছে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তার ঠিক চারদিন পরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ।


২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। তারপর থেকে আর এই ট্রফি পায়নি টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত যা সম্ভাবনা, তাতে ভারত তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলতে পারে মার্কিন মুলুকে। সেখান থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করলে ভারতের ম্যাচ পড়তে পারে ওয়েস্ট ইন্ডিজ়ে।


৫ জুন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করতে পারে ভারত। তারপর ৯ জুন হতে পারে ভারত-পাকিস্তান দ্বৈরথ। নিউ ইয়র্কে আমেরিকার সঙ্গে ভারতের ম্যাচ পড়তে পারে ১২ জুন। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ পড়তে পারে ফ্লোরিডায়। সেই ম্যাচে সম্ভবত কানাডার বিরুদ্ধে খেলবে ভারত।


শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হবে বার্বাডোজে। সুপার এইটে উঠলে বার্বাডোজেই প্রথম ম্যাচ খেলবে ভারতও। ২০ জুন হতে পারে সেই ম্যাচ। সুপার এইট পর্বে ভারতের সব ম্যাচই ওয়েস্ট ইন্ডিজ়ে হতে পারে। ২৯ জুন হতে পারে বিশ্বকাপের ফাইনাল।


আরও পড়ুন: ৭৩ বছর পর টেস্টের প্রথম দিনে বোলারদের এত ভয়ঙ্কর হয়ে ওঠা, রেকর্ডবুকে কেপ টাউন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে