সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) শুরুটা দারুণভাবে করেছে ভারতীয় দল। নিজেদের প্রথম দুই ম্যাচের দুইটিই জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ভারতীয় বোলিং আক্রমণ বেশ প্রভাবিতই করেছে। তবে বিশ্বকাপ শুরুর আগেই কিন্তু ভারতীয় দলের বোলিং নিয়ে কম চর্চা হয়নি। বিশেষত দলের ডেথ ওভারে বোলিং নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন ছিল। সেই সমস্যা কিছুটা হলেও কমেছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পরেই তারকা ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) বলেন যে ভারতীয় দল এই বিশ্বকাপে ডেথ বোলিংয়ের পরিকল্পনায় বৈচিত্র রয়েছে, যার ফলে সাফল্যও আসছে। 


পরিকল্পনায় বৈচিত্র


ভুবনেশ্বর কুমার বলেন, 'এই টুর্নামেন্টে আমাদের ডেথ বোলিং পরিকল্পনায় বৈচিত্র রয়েছে। এই খেলায় আগে থেকে পরিকল্পনা করে খুব বেশি লাভ হয় না। আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সব বন্ধ, তাই আমি জানি না সোশ্যাল মিডিয়ায় কী বিষয়ে চর্চা হচ্ছিল। পারথে আমরা কড়া অনুশীলন ও পরিকল্পনা করি। পাকিস্তানের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে জয়ের পর আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। তবে আমাদের বোলারদের মনে হয়েছিল যে শেষের দিকে আমরা ১৫-২০ রান বেশি দিয়ে ফেলি। তবে সবসময় ধারাবাহিকতা বজায় রাখাটাও চাপের। টি-টোয়েন্টি ফর্ম্যাটটা ব্যাটার ও বোলার, উভয়ের জন্যই বেশ কঠিন।'


অর্শদীপের প্রশংসা


ভুবনেশ্বর কুমার তরুণ বোলার অর্শদীপ সিংহকেও প্রশংসায় ভরিয়ে দেন। অর্শদীপ প্রসঙ্গে ভুবি বলেন, 'ও আমায় বিরাট ও রোহিতকে সবসময় না না প্রশ্ন করে। আমাদের এখানকার পিচ, এখানে ব্যাটাররা কেমন শট খেলেন, সেইসব নিয়ে সারাক্ষণ প্রশ্ন করে। নিজের অভিষেকের পর থেকেই ও প্রতিটি ম্যাচেই আরও প্রভাবিত করছে এবং ভাল বোলিং করছে।'


নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেই ফের একবার এক নতুন রেকর্ড গড়ে ফেললেন বিরাট, পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে। কী রেকর্ড গড়লেন কোহলি? সেনা দেশে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করলেন বিরাট। প্রাক্তন ভারতীয় অধিনায়ক অস্ট্রেলিয়ায় ১৭টি, ইংল্যান্ডে ১৮টি, দক্ষিণ আফ্রিকায় নয়টি এবং নিউজিল্যান্ডে পাঁচটি, সব মিলিয়ে মোট ৪৯টি অর্ধশতরান সেনা দেশে করে ফেলেছেন। বৃহস্পতিবারই নিজের ৪৯টি অর্ধশতরানটি হাঁকান তিনি। অপরদিকে, সচিন তেন্ডুলকর অজিভূমে ১৭, ইংল্যান্ডে ১২, নিউজিল্যান্ডে ১০ ও দক্ষিণ আফ্রিকায় নয়টি, সব মিলিয়ে মোট ৪৮টি অর্ধশতরান করেছেন সেনা দেশে।


আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর প্রধান কারিগর পাকিস্তানেরই ক্রিকেটার !