নয়াদিল্লি : সুপার ৮ রাউন্ডে ভারতের অভিযান শুরু হচ্ছে আগামী ২০ জুন। প্রথম ম্যাচটি রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। মেন ইন ব্লুর সঙ্গে সুপার ৮-এর গ্রুপ ওয়ানে রয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এর পাশাপাশি বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে কোনও একটি দলও গ্রুপ ওয়ানে তাদের সঙ্গে যোগ দেবে। তবে, এই দুই দলের মধ্যে কারা যাবে তা নিশ্চিত হবে ১৭ জুন। Group A-র প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল।


Group A থেকে প্রথম রাউন্ডে শীর্ষে থেকে শেষ আটে গেছে ভারত। ভারতকে A1 সিডেই রাখা হয়েছিল। যার অর্থ, যদি তারা গ্রুপের দ্বিতীয় বাছাই দলও হত, তাতেও তাদের Group 1-এর জায়গা পাকা ছিল।


পাকিস্তানকে যেমন A2 সিডে রাখা হয়েছিল। যদিও তারা ছিটকে গিয়েছে। Group A থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার এইটের যোগ্যতা অর্জন করতে চলেছে USA। তাদের অবশ্য সুপার এইটে A2 সিডে রাখা হয়েছে। একইভাবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা C1 ও D2 সিড হিসাবে Group1-এর অংশ হত, কিন্তু এই দুই দল ছিটকে যাওয়ায় নিজেদের গ্রুপ থেকে ওই জায়গা নিয়ে Group 1-এ পৌঁছতে চলেছে আফগানিস্তান এবং বাংলাদেশ/নেদারল্যান্ড।


সুপার এইটের ফরম্যাট- ৮টি দলে ২টো গ্রুপে ভাগ করে প্রতিটিতে ৪টি করে দলকে রাখা হয়েছে। তারা নিজের গ্রুপের অন্য দলগুলির সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। উভয় গ্রুপ থেকে সেরা দু'টি করে দল সেমিফাইনালে পৌঁছাবে।


সুপার ৮ গ্রুপ-


Group 1- ভারত (A1), অস্ট্রেলিয়া (B2), আফগানিস্তান (C1) , বাংলাদেশ/নেদারল্যান্ড (D2)


Group 2- USA (A2), ইংল্যান্ড (B1), ওয়েস্ট ইন্ডিজ (C2), দক্ষিণ আফ্রিকা (D1)


ভারতের সুপার এইটের ম্যাচ-


২০ জুন : ভারত বনাম আফগানিস্তান, কেনসিংটন ওভাল, বার্বাডোজ, ভারতীয় সময় রাত ৮টা।


 ২২ জুন : ভারত বনাম বাংলাদেশ/নেদারল্যান্ড, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া, ভারতীয় সময় রাত ৮টা।


২৪ জুন :  ভারত বনাম অস্ট্রেলিয়া, ড্যারেন স্য়ামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া, ভারতীয় সময় রাত ৮টা।


লাইভ সম্প্রচার : Dinsey+ Hotstar অ্যাপ ও ওয়েবসাইটে ভারতের ম্যাচগুলি দেখা যাবে। এছাড়া Star Sports TV চ্যানেলে লাইভ সম্প্রচার হবে ভারতের ম্যাচগুলি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।