দুবাই: থামার কোনও লক্ষ্মণই নেই। ট্যুইটারে একের পর এক আক্রমণ-প্রতি আক্রমণ। ভারত-পাকিস্তান ম্যাচের পরই সোশ্যাল মিডিয়ায় ঝামেলায় জড়ালেন হরভজন সিংহ ও মহম্মদ আমির। একে অন্যেকে আক্রমণ করতে থাকেন ক্রমাগত। সেখানে পুরনো কাসুন্দি ঘেঁটে তা তুলে নিয়ে আসেন ২ জনই। যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।
ভারত-পাক ম্যাচের আবহে হরভজন সিংহ ও শোয়েব আখতারের মধ্যে রশিকতা চলছিল। ২ জনই তাঁদের দলকে সমর্থন করে নিজেদের বক্তব্য রাখছিলেন। কিন্তু এরই মাঝে আবার ঢুকে পড়েন আমির। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের পর, ট্যুইটারে আমির জানতে চান, বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের পর হরভজন সিং নিজের টেলিভিশন সেট ভেঙে ফেলেছেন কিনা? জবাবে ভাজ্জি আমিরকে ছক্কা মেরে তাঁর ম্যাচ জেতানোর একটি ভিডিও পোস্ট করে লেখেন, ''এই ছক্কাটিতে বল গিয়ে আমিরের ঘরের টেলিভিশন সেট ভেঙে দিয়েছিল কিনা।'' পুরনো ভারত-পাক একটি ম্যাচের ক্লিপিংস পোস্ট করেছেন ভাজ্জি। সেখানে আমিরকে একটি পেল্লাই ছক্কা হাঁকিয়েছিলেন টার্বুনেটর।
জবাবে পাল্টা আমির আবার একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে যে টেস্টে একবার আফ্রিদি হরভজনকে চারটে ছক্কা হাঁকিয়েছিল। সেখানে আমির লেখেন, 'সব বোলারকেই বাউন্ডারি হজম করতে হয়। কিন্তু টেস্টে পরপর ৪টে বাউন্ডারি হজম। আফ্রিদি আসছে, পালাও হরভজন।' ভারতের অভিজ্ঞ অফস্পিনার আবার লর্ডসে আমিরের ম্যাচ গড়াপেটার প্রসঙ্গ তুলে জানতে চান যে, টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়? কার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন আমির? সঙ্গে ভাজ্জির মন্তব্য, ক্রিকেটকে কলুষিত করা এবং তাঁদের সমর্থন করা মানুষদের লজ্জা হওয়া উচিত। কিন্তু সেখানেও না থেমে আমির আবার হরভজনের বোলিং অ্যাকশন নিয়েই প্রশ্ন তোলেন ও সেই অ্যাকশনকে অবৈধ জানান। এর আগেও সোশ্যাল মিডিয়ায় এমন বাকবিতণ্ডা দেখা গিয়েছিল। কিন্তু এই লড়াই যেন থামারই নয়। ভারত-পাকিস্তান দ্বৈরথ যে কতটা উত্তেজনাপূর্ণ তা মাঠের বাইরের লড়াই থেকেও বোঝা যায়।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দৌড়চ্ছে পাকিস্তানের বিজয়রথ। পরপর দুই ম্যাচে দুই শক্তিশালী প্রতিপক্ষকে ঘায়েল করল বাবর আজমের দল। ভারতকে ১০ উইকেটে হারানোর পর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারাল পাকিস্তান। সেই সঙ্গে ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষে উঠে এলেন বাবর আজমরা।