নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই রবিবার, মেলবোর্নে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তানের বিরুদ্ধে নেমে পড়বে ভারতীয় দল (Indian Cricket Team)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এর মধ্যেই বড় ঘোষণা। শুধুমাত্র টিভি বা ফোনের পর্দায় নয়, মাল্টিপ্লেক্সের বড় পর্দায়ও এবার ভারতের বিশ্বকাপ অভিযান সরাসরি দেখতে পারবেন অনুরাগীরা। কলকাতার জনগণ একাধিক স্থানে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচগুলি দেখতে পারবেন।
কোথায় কোথায় দেখা যাবে?
মাল্টিপ্লেক্স চেন আইনক্স কলকাতায় একাধিক স্থানে নিজেদের হলে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলি সরাসরি দেখাবে। কোথায় কোথায় বড় পর্দায় ম্যাচগুলি দেখা যাবে? কোয়েস্ট মল, সাউথ সিটি এবং ফোরাম মলে আইনক্স ভারতীয় দলের ম্যাচগুলি দেখাবে। আইনক্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাঁরা আইসিসির সঙ্গে এই ম্যাচগুলি সম্প্রচার করার জন্য এক বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে। ২৩ অক্টোবর, রবিবার ভারত-পাকিস্তানের ম্যাচসহ গ্রুপ পর্বে ভারতের সবকয়টি ম্যাচই বড় পর্দায় দেখানো হবে।
কোন কোন ম্যাচগুলি দেখা যাবে?
হলে স্টেডিয়ামের মতো পরিবেশ তৈরি করতে আগ্রহী বলেই আইনক্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়। তবে শুধু ভারতের গ্রুপ পর্বের ম্য়াচগুলিই নয়, ভারত বিশ্বকাপের পরের পর্বে না পৌঁছলেও, অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলিও আইনক্স বড় পর্দায় দেখাবে। এই প্রথম নয়, এর আগেও কিন্তু বড় পর্দায় ক্রিকেট ম্যাচ দেখার অভিজ্ঞতা রয়েছে কলকাতার জনগণের। এলগিন রোডের আইনক্স ফোরামে ঝুলন গোস্বামীর শেষ ম্যাচ বড় পর্দায় দেখানোর আয়োজন করা হয়েছিল বঙ্গ ক্রিকেট সংস্থা সিএবির তরফে। তবে এবারে কোনও ক্রিকেট সংস্থা নয়, আইনক্সের তরফে সরাসরিই ভারতীয় দলের ম্যাচগুলি দেখানোর উদ্যোগ নেওয়া হল।
মেলবোর্ন পৌঁছল ভারত
ভারতীয় দল বিশ্বকাপের আগে পারথে নিজেদের প্রথম আস্তানা তৈরি করেছিল। সেখানে পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দুই প্রস্তুতি ম্যাচ খেলে টিম ইন্ডিয়া। এরপরেই রোহিত শর্মারা ব্রিসবেনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে উড়ে যান। সেখানে অস্ট্রেলিয়াকে পরাজিত করলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল করতে হয়। বিশ্বকাপ শুরুর আগে আর কোনও ম্যাচ নেই। তাই মেলবোর্নেই প্রথম ম্যাচ খেলার উদ্দেশে উড়ে যান রোহিতরা। বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের ব্রিসবেন থেকে মেলবোর্ন যাত্রার ভিডিও পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন: আয়ার্ল্যান্ডের কাছে ৯ উইকেটে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ