শারজা: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বিশাল জয় ছিনিয়ে নিল আফগানিস্তান। সুপার ১২ তে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল আফগানিস্তান। আর প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় মহম্মদ নবিদের। বল হাতে ৫ উইকেট তুললেন মুজিব উর রহমন। ৪ উইকেট নিলেন রশিদ খান।
স্কটল্য়ান্ড বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের মূলপর্বে ওঠার প্রথম ম্য়াচে জয় পেয়েছিল দুর্দান্তভাবে। মনে করা হয়েছিল যে এবার বিশ্বকাপেও চমক দেবে তারা। কিন্তু আফগানদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়়ল স্কটল্যান্ড। টস জিতে সোমবার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। ওপেনিংয়ে নেমে হজরতউল্লাহ জাজাই ও মহম্মদ শেহজাদ মিলে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং শুরু করেন। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য়ে ১৫ বলে ২২ রান করে শেহজাদ ফিরে যান। জাজাইও ৩০ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। রহমানউল্লাহ গুরবাজ ও নজিবুল্লাহ জাদরান মিলে মিডল অর্ডারে ঝড়ের গতিতে রান তোলা শুরু করেন। ৩৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ। তিনি ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। অন্যদিকে গুরবাজ অর্ধশতরান মিস করলেও ৩৭ বলে ৪৬ রান করেন ৪টি ছক্কা ও ১টি বাউন্ডারির সাহায্যে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৯০ রান তুলে নেয় আফগানিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। বল হাতে ভেলকি দেখানো শুরু করেন ২ আফগান স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান। জুটিতেই ভেঙে দেন স্কটল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মুজিব ৫ উইকেট একাই তুলে নেন। অন্যদিকে রশিদ ৪ উইকেট নেন। শেষ পর্যন্ত ১০.২ ওভারে মাত্র ৬০ রানেই অল আউট হয়ে যায় স্কটল্যান্ড। ভারত পাকিস্তানের বিরুদ্ধে হেরে যেখানে গ্রুপের ৫ নম্বরে। সেখানে আফগানিস্তান এত বড় ব্যবধানে জিতে নেট রান রেট অনেকটাই এগিয়ে গ্রুপ পর্বে শীর্ষে চলে গেল আফগানরা।