মুম্বই: ১৯৮৩, ২০১১ বিশ্বকাপ জয়ের মতোই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ২০০৭ সালে ধোনির নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। আর সেই বিশ্বকাপেই একটি ম্যাচে রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিংহ। ইংল্য়ান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। ১৪ বছর আগে আজকের দিনেই এই নজির গড়েছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার।


দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০০৭ সালে বসেছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে ই গ্রুপে মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। সেই ম্যাচেই এই কীর্তি গড়েছিলেন যুবরাজ। ডারবানে হওয়া সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ওপেনিংয়ে নেমে গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগ ১৩৬ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন। ইনিংসের ১৪ তম ওভারে ৬৮ রানের মাথায় আউট হন সহবাগ। গম্ভীর ৫৮ রান করেন। ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে তখন ১৪৪ রান তুলে নিয়েছিল ভারত। উথাপ্পাও ফিরে যান। এরপরই মাঠে আসেন যুবরাজ। ঠিক তখনই ফ্লিনটফের সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় যুবির। এরপরই আসে রোমাঞ্চকর সেই মুহূর্ত। 


ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পরই মাথা গরম হয়ে যায় পঞ্জাবের তারকা অলরাউন্ডারের। এরপরই স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ছয় ছক্কা হাঁকান তিনি। মাঠের চারধারেই গ্য়ালারিতে বল ফেলেন যুবি। একইসঙ্গে ১২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরান হিসেবে যে রেকর্ড অক্ষত রয়েছে। যুবরাজের এই বিধ্বংসী ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভার শেষে বোর্ডে ২১৮ রান তুলে নেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বোর্ডে ২০০/৬ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ১৮ রানে ম্যাচে জয় হাসিল করে নেয় ভারতীয় দল। 


 






সেই সময় পর্যন্ত যুবরাজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছয় বল ছয় ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন। এর আগে এই নজির গড়েছিলেন হার্সেল গিবস। উল্লেখ্য, সেই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন যুবরাজ। ব্যাট হাতে ৩৬২ রান করার পাশাপাশি বল হাতে ১৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।