Vivo V25 5G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ‘ভি’ সিরিজের (Vivo V Series) নতুন ফোন ভিভো ভি২৫ ৫জি (Vivo V25 5G)। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই ফোন। সম্প্রতি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট দেখা গিয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর ভিভো ভি২৫ ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ইতিমধ্যেই এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে একনজরে সেগুলো দেখে নেওয়া যাক।


ভিভো ভি২৫ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • ভিভো ভি২৫ ফোনে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। তার সঙ্গে থাকতে পারে Eye Autofocus ফিচার। এই ফোনে একটি Bokeh Flare Portrait ক্যামেরা পোর্ট্রেট থাকার কোথাও শোনা গিয়েছে।

  • ভিভো ‘ভি’ সিরিজের আসন্ন ফোনে ৮ জিবি র‍্যাম এবং ৮ জিবি Extended RAM ফিচার থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা থাকতে পারে সেলফি ক্যামেরা সেনসর।

  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে একটি LED ফ্ল্যাশ। ৫জি নেটওয়ার্ক কানেক্টিভিটির সাপোর্ট থাকতে পারে ভিভো ভি২৫ ফোনে।

  • ভিভো ভি২৫ ৫জি ফোনে একটি কালার চেঞ্জিং fluorite AG Glass ডিজাইন থাকতে পারে। ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে তেমনটাই জানা গিয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, এই ফোনের ইনবিল্ট ৮ জিবি র‍্যামের পরিমাণ আর ও ৮ জিবি বাড়ানো সম্ভব। এক্ষেত্রে ফোনের অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করা হবে। এই ফিচারকেই বলে এক্সটেন্ডেড র‍্যাম।

  • ভিভো ভি২৫ ৫জি ফোনে একটি টাইপ- সি ইউএসবি পোর্ট, একটি স্পিকার গ্রিল, একটি মাইক্রোফোন এবং একটি সিম ট্রে থাকতে পারে। ফোনের নীচের অংশে এইসব ফিচার দেখা যাবে। এছাড়াও ফোনের ডানদিকের অংশে থাকবে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন।


ভিভো ভি২৫ প্রো 


ভিভো ভি২৫ ৫জি ফোন আসলে ভিভো ভি২৫ সিরিজের অন্তর্ভুক্ত হতে চলেছে। এই সিরিজের একটি ফোন ভিভো ভি২৫ প্রো অগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনেও রয়েছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। ভারতে দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ফোন। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। Pure Black এবং Sailing Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ফোন। 


আরও পড়ুন- এমাসেই ভারতে আসছে ওপ্পোর নতুন স্মার্টফোন সিরিজ, থাকবে 30x Zoom সাপোর্ট, মাইক্রোলেন্স ক্যামেরা