মুম্বই: তাঁর দেশের ক্রিকেট দল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC Final) ফাইনালের দিকে নজর ছিল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতেই শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার। পাশাপাশি এও জানালেন যে, শাহিন শাহ আফ্রিদি চোট পেয়ে বেরিয়ে না গেলে ম্যাচ জমে যেত।


রবিবার মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে ইংল্যান্ড। জস বাটলারদের অভিনন্দন জানিয়েছেন সচিন। সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ড দলের ছবি পোস্ট করে সচিন লিখেছেন, 'দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য ইংল্যান্ড দলকে অনেক অভিনন্দন। দারুণ কৃতিত্ব'। সচিন আরও লিখেছেন, 'ফাইনালে দারুণ লড়াই হয়েছে। তবে আফ্রিদি চোট না পেলে ম্যাচটা আরও আকর্ষণীয় হতো। সব মিলিয়ে দারুণ একটা বিশ্বকাপ হল'।


ইংল্যান্ড ইনিংসের ১৩তম ওভারের ঘটনা। শাদাব খানের বলে ছয় মারতে গিয়ে ক্যাচ তুলে বসেন হ্যারি ব্রুক। সেই ক্যাচ শাহিন শাহ আফ্রিদি তালুবন্দি করলেও, হাঁটুতে চোট পান তিনি। শুশ্রূষার জন্য মাঠ ছেড়ে বেরিয়ে যান পাক পেসার। পরে তিনি মাঠে ফেরেন। বল করার চেষ্টাও করেন। ১৬তম ওভারে বল করতে এসে একটি ডেলিভারির পরই চোটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হন বাঁহাতি পেসার। ২.১ ওভারে মাত্র ১৩ রান খরচ করে এক উইকেট নিয়েছিলেন। তাঁর পরিবর্তে ১৬তম ওভার শেষ করতে এসে বাকি ৫ বলে ১৩ রান খরচ করেন। সেখানেই ম্য়াচের মোড় ঘুরে যায়।


 




ইংল্যান্ডের নজির


অন্যতম ফেভারিট হিসাবে টুর্নামেন্ট শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) শুরুতেই ধাক্কা। আয়ার্ল্যান্ডের কাছে হারতে হয়েছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাথা নীচু করে মাঠ ছেড়েছিলেন জস বাটলার, স্যাম কারান, বেন স্টোকসরা।


রবিবার মেলবোর্নে সেই ইংল্যান্ডই (England Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হল। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে। যে জয়ের সঙ্গে নতুন এক রেকর্ড গড়ে ফেলল ইংল্যান্ড। ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডই প্রথম দল, যারা ওয়ান ডে ও টি-টোয়েন্টি, একসঙ্গে দুই বিশ্বকাপ ট্রফি নিজেদের ঝুলিতে রাখার নজির গড়ল।


২০১৯ সালে ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ২০২২ সালে টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হল। এর আগে পরপর দুই ফর্ম্যাটের দুই বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছে রাখতে পারেনি কোনও দল। সেদিক থেকে নতুন কীর্তি গড়লেন জস বাটলাররা।


আরও পড়ুন: শেষবেলায় ফের নায়ক স্টোকস, পাক বধ করে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্য়ান্ড