মেলবোর্ন: জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলার ফাঁকে একাধিক রেকর্ড গড়ে ফেললেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন সূর্য। চলতি ক্যালেন্ডার বর্ষে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৯টি ওভার বাউন্ডারি মেরেছেন মুম্বইয়ের তারকা। যে নজির টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আর কারও নেই।
সবচেয়ে বড় কথা, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরশাহির মহম্মদ ওয়াসিম চলতি ক্যালেন্ডার বর্ষে মেরেছেন ৪৩টি ছক্কা। তাঁর চেয়ে অনেক বেশি ছয় মেরে এগিয়ে গিয়েছেন স্কাই। গত বছর পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ৪২টি ছক্কা মেরেছিলেন। তবে কেউই কোনও দিন পঞ্চাশের গণ্ডি পেরননি।
মেলবোর্নের নায়ক
টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরুর আগে থেকে তাঁকে গেমচেঞ্জার বলা হচ্ছিল। কেন হচ্ছিল, রবিবার মেলবোর্নে ফের একবার তার প্রমাণ দিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
জিম্বাবোয়ের বিরুদ্ধে (Ind vs Zim) ঝোড়ো হাফসেঞ্চুরি করে ম্যাচের রং পাল্টে দিলেন স্কাই। একটা সময় ভারতের স্কোর দেড়শোয় পৌঁছবে কি না, তা নিয়ে সংশয় ছিল। সূর্যর দাপটে ভারত দেড়শো নয়, তুলল ১৮৬ রান। দলকে চালকের আসনে বসিয়ে দেওয়ার ফাঁকে ব্যক্তিগত এক নজিরও গড়ে ফেললেন সূর্য।
টি-টোয়েন্টি ক্রিকেটে চলতি ক্যালেন্ডার বর্ষে এক হাজার রান হয়ে গেল মুম্বইয়ের তারকার। তিনিই চলতি ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্কোরার। প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে এক হাজার রানের মাইলফলক পেরলেন সূর্য। ২৮ ম্যাচে ১০২৬ রান হয়ে গেল তাঁর। এক ক্যালেন্ডার বর্ষে সর্বকালের সেরা রান সংগ্রহকারী হতে গেলে সূর্যকে পেরতে হবে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে। গত মরসুমে ২৯ ম্যাচে ১৩২৬ রান করেছিলেন রিজওয়ান। এই দুজন ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আর কোনও ব্যাটারের এক ক্যালেন্ডার বর্ষে এক হাজারের বেশি রান নেই।
আরও পড়ুন: রাবার বলে খেলেই স্কুপ শটে হাত পাকানো, রহস্য ফাঁস করলেন ম্যাচের নায়ক সূর্যকুমার