নয়াদিল্লি: টি ২০ বিশ্বকাপ  ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ কথা আমরা আইসিসি-কে জানাচ্ছি। টি ২০ বিশ্বকাপের সময়সূচী নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি। জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।
করোনাভাইরাসের চলতি দাপটের পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা অনেক আগে থেকেই ছিল। এর আগে আইপিএলের মতো বড় টুর্নামেন্টেও দুবাইতে সরাতে হয়েছে। জানা গেছে, ১৪ তম আইপিএলের খেলা শেষ হওয়ার পর টি ২০ বিশ্বকাপ শুরু হবে। 
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে টি ২০ বিশ্বকাপ শুরু হতে পারে। টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ১৪ নভেম্বর। টি ২০ বিশ্বকাপ শুরুর আগে আইপিএলের বাকি ৩১ টি ম্যাচের খেলা হবে। এবারের আইপিএলের পরবর্তী পর্ব ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ফাইনাল হবে ১৫ অক্টোবর। 
টি ২০ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিসিআই আইসিসি-র কাছে ২৮ জুন পর্যন্ত সময় চেয়েছিল। এবারের আইপিএলের বাকি ম্যাচগুলিও মরু দেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  গত মে মাসে টুর্নামেন্টের মাঝপথে করোনাভাইরাসজনিত কারণে আইপিএল স্থগিত করে দিতে হয়েছিল। এ জন্য যে লোকসান হয়েছে, সে কথা মাথায় রেখে টি ২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। 
কয়েকটি রিপোর্টে বলা হয়েছিল যে, ওমানেও টি ২০ বিশ্বকাপের কয়েকটি ম্যাচের খেলা হবে। আইপিএলের কারণে সংযুক্ত আরব আমিরশাহির মাঠ টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে। টি ২০ বিশ্বকাপের শুরুর দিকের কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হবে। উল্লেখ্য, ওমান এ বছর টি ২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৬ টি দলের মধ্যে রয়েছে। 
টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া
সদ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারত। এরপর টিম ইন্ডিয়ার নজর টি ২০ বিশ্বকাপের দিকে। বিগত বেশ কয়েক বছরই ভারতের ঝুলিতে আসেনি আইসিসি-র বড় কোনও ট্রফি। এবার টি ২০ বিশ্বকাপ জিতে সেই ট্রফির খরা কাটানোই লক্ষ্য মেন ইন ব্লু ব্রিগেডের। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত আসন্ন টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে প্রস্তুত।