দুবাই : বিশের মঞ্চে শেষ হল ক্যাপ্টেন কোহলির (Virat Kohli) যুগ। টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup) খেলতে যাওয়ার আগেই বিরাট জানিয়ে দিয়েছিলেন, কুড়ির ফর্ম্যাটে আর ভারতের (Team India) আর্মব্যান্ড হাতে তুলছেন না তিনি। শ্রেফ ব্যাটসম্যান হিসেবেই সঙ্গী হবেন ভারতের টি২০ দলের। বিশের বিশ্বকাপের মঞ্চ থেকে আগেই বিদায় হয়ে গেলেও শেষ নিয়মরক্ষার ম্যাচে নামিবিয়াকে হারিয়ে ক্যাপ্টেন কোহলিকে সম্ভবত পার্টিং গিফট দিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপে ব্যর্থতার কাটাছেঁড়ার পাশাপাশি ভারতীয় সমর্থকদের মাথায় ঘুরছে বেশ কয়েকটি প্রশ্ন। কিছুদিনের মধ্যে ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় যুগ (Rahul Dravid) কেমন হতে চলেছে। সঙ্গে আর একটি প্রশ্নও ঘুরপাক খেয়েই চলেছে, টি২০ ফর্ম্যাটে এবার ভারতের অধিনায়কত্বের ভার যেতে চলেছে কার কাঁধে।
কোটি কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমীর মনের সেই কৌতুহল কার্যত নিরসন করে দিলেন কোহলি নিজেই। টসে জেতার পর কথা প্রসঙ্গে বিরাট বললেন, 'দল যেভাবে খেলেছে তা নিয়ে আমি গর্বিত। এবার সামনের দিকে তাকানোর সময়। অবশ্যই দলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছে রোহিত, আর আপাতত বেশ কিছু বিষয় খেয়ালও রাখছে ও।' মাঝে বেশ কয়েকবার বিশের মঞ্চে সফলভাবে অধিনায়কত্ব করে দেখানো রোহিত শর্মাকে (Rohit Sharma) ভারতের টি২০ অধিনায়ক করার দাবি উঠেছিল। কার্যত সেই প্রত্যাশাতেই সিলমোহর যে আপাতত সময়ের অপেক্ষা, সেটা বুঝিয়ে দিলেন বিরাট নিজেই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মঞ্চে সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। যাদের সাফল্যের সিংহভাগ এসেছে অধিনায়ক রোহিতের হাত ধরেই। এবার টি২০-র ফর্ম্যাটে ভারতের সাফল্য রোহিতের হাত ধরে কোনদিকে যায়, সেটাই দেখতে মুখিয়ে আসমুদ্রহিমাচল।