হোবার্ট: স্কটল্যান্ডের বিরুদ্ধে বিস্ময়কর পরাজয়ের পরে হতাশায় ডুবে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের (WI vs Scot) কোচ ফিল সিমন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এখনও যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বুধবার জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ। সিমন্স জানান, তাঁর খেলোয়াড়দের ঘুম থেকে জেগে উঠতে হবে।
চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে তাদের যে কোনও মূল্যে জিততেই হবে। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মাত্র চার ব্যাটার দুই অঙ্কে পৌঁছেছিলেন। নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দল স্কটল্যান্ডের কাছে ১৬১ রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায়।
ম্যাচের পর সিমন্স বলেন, ‘আমাদের ব্যাটিং অবশ্যই অপেশাদার ছিল। আমাদের ঘুম থেকে উঠতে হবে এবং ব্যাটিং করার সময় যতটা সম্ভব পেশাদার হতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজ কোচ আরও বলেন, ‘বোলাররা কঠোর পরিশ্রম করছে এবং আমাদের ভালো জায়গায় রাখছে। কিন্তু ব্যাটিং দুর্বল হয়ে পড়ছে। আমি মনে করি একজন ব্যাটার হিসেবে আপনাকে উইকেটে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’
ফিল সিমন্স জানিয়েছেন, নিয়মিত ব্যবধানে উইকেট হারানো পরাজয়ের অন্যতম প্রধান কারণ। তিনি বলেছেন, ‘আমরা কার বিপক্ষে খেলছি তাতে কিছু যায় আসে না। তবে আমরা উইকেট হারাচ্ছি নিয়মিতভাবে।’
বুধবার ওয়েস্ট ইন্ডিজের সামনে জিম্বাবোয়ে। শুক্রবার প্রতিপক্ষ আয়ার্ল্যান্ড। আবহাওয়ার পূর্বাভাস হল আগামী কয়েকদিনে বৃষ্টি হবে এবং সেটি ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন হতে পারে।
আরও পড়ুন: 'দাদা আঙ্কল', মুম্বইয়ে সৌরভের মন জিতে নিল খুদে ভক্ত