সৌভিক মজুমদার, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বিএড  (B.Ed) যোগ্যতাসম্পন্নদের অংশগ্রহণের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বিচারপতি জানান, বিএড যোগ্যতাসম্পন্নদের অংশগ্রহণে বাধা নেই। তবে তাঁদের অংশগ্রহণ নিয়ে মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেই মামলার ফলাফলের ওপর নির্ভর করবে তাঁদের ভাগ্য।


বিএড যোগ্যতাসম্পন্নদের অংশগ্রহণে বাধা নেই: B.Ed যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।  জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে তাঁদের ভাগ্য নির্ভর করবে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার ফলাফলের ওপর। এই বিষয়টি পরবর্তী বিজ্ঞপ্তিতে জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে জানায়, B.Ed যোগ্যতাসম্পন্নরাও প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয় মামলার। বিচারপতি জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় B.Ed প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে একটি মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলার ফলাফলের ওপর নির্ভর করছে B.Ed যোগ্যতাসম্পন্নদের ভাগ্য। ২১ অক্টোবর নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাতে এর উল্লেখ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তারপরই বিচারপতি তাঁর নির্দেশে জানান, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।


২০১৮ সালের ২৮ জুন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা NCTE তাদের সংশোধিত বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় B.Ed যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও অংশ নিতে পারবেন। NCTE-র এই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেয় রাজস্থান হাইকোর্ট। রাজস্থান হাইকোর্টের সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় NCTE। সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।


২০১৪ প্রাইমারি টেট (Primary TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ (Job Seekers Protest) উত্তাল করুণাময়ী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দফায় দফায় উত্তেজনা ছড়ায়। প্রাইমারি শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) অফিসের সামনে কয়েক হাজার চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। 'উই শ্যাল ওভারকাম', স্লোগান দেন বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, বিক্ষোভকারীদের চার জনের প্রতিনিধি দল, দেড় ঘণ্টা বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের সঙ্গে। কিন্তু তাতে সমাধান সূত্র মেলেনি বলেই দাবি চাকরিপ্রার্থীদের।


আরও পড়ুন: Congress President Poll: "কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাবেন'' মল্লিকার্জুন খাড়গেকে ভোট দেওয়ার আবেদন অভিজিৎ মুখোপাধ্যায়ের